Sat, September 28, 2024

ই-পেপার দেখুন

'আমি দুঃখিত', বাবা-মাকে চিঠি লিখে আত্মঘাতী ইউপিএসসি ছাত্রী

Bipasha Chakraborty

Published: 03 August, 2024, 07:24 PM
'আমি দুঃখিত', বাবা-মাকে চিঠি লিখে আত্মঘাতী ইউপিএসসি ছাত্রী

 

 

নয়াদিল্লি, ৩ আগস্ট: 'আমি দুঃখিত' এই কথা চিঠিতে লিখে আত্মহত্যা করলেন সিভিল সার্ভিস পড়ুয়া। দিল্লির ওল্ড রাজেন্দ্র নগরের এই ছাত্রীর মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যান্য পরীক্ষার্থীদের মধ্যেও ওই ছাত্রীর মৃত্যু গভীর ছাপ ফেলেছে। সিভিল সার্ভিস পরীক্ষা ভারতের অন্যতম প্রতিযোগিতামূলক পরীক্ষা। মৃত ছাত্রী মহারাষ্টের বাসিন্দা ছিলেন। মৃত ছাত্রীর নাম অঞ্জলি।

চিঠিতে মৃতা লিখেছেন, তিনি পড়ার এই চাপ আর নিতে পারছিলেন না। তাদের কোচিং সেন্টারের বেসমেন্টে বন্যার কারণে আরও তিনজন ইউপিএসসি পরীক্ষার্থী মারা যাওয়ার কয়েকদিন আগে এই ঘটনাটি ঘটে। মহারাষ্ট্রের ওই ছাত্রীর বয়ান অনুযায়ী, পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে তিনি মানসিকভাবে পেরে উঠছিলেন না, সেইসঙ্গে তিনি বেসরকারি হোস্টেল ও পিজিগুলিতে নানাবিধ সমস্যার কথা তুলে ধরেছে। বাবা-মাকে লেখা চিঠিতে ওই ছাত্রী লেখেন, 'আমি দুঃখিত। আমি আর পারছি না। এখানে শুধু সমস্যা আছে, শান্তি পাচ্ছি না। আমি নিজেকে ভালো রাখার সব রকম চেষ্টা করেছি, কিন্তু পারিনি'।

মৃতার বন্ধু শ্বেতা জানান, সিভিল সার্ভিস পরীক্ষার্থী তিনবার পরীক্ষা দেওয়ার সুযোগ পায়, কিন্তু ও তিনবার পরীক্ষা দিয়েছিল, কৃতকার্য হয়নি। ফলে চাপ বাড়ছিল তার উপর। সেইসঙ্গে তার উপর আর্থিক চাপ বেড়েছিল। কারণ কিছু মাস আগেই বাড়িগুলি ভাড়া বাড়িয়েছে। সব দিক থেকে হয়তো এই চাপ আর নিতে পারছিল না।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 

Leave a comment