Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

অবিলম্বে বিএসএফের ডিজি এবং স্পেশাল ডিজির অপসারণের নির্দেশ জারি কেন্দ্রের

আবুল খায়ের

Published: 03 August, 2024, 03:27 AM
অবিলম্বে বিএসএফের ডিজি এবং স্পেশাল ডিজির অপসারণের নির্দেশ জারি কেন্দ্রের

পুবের কলম, ওয়েব ডেস্কঃ অপসারিত করা হল বিএসএফের ডিরেক্টর জেনারেল (ডিজি) নীতিন আগরওয়াল এবং স্পেশাল ডিরেক্টর জেনারেল যোগেশ খুরানিয়াকে৷ শুক্রবার সরকারি বিজ্ঞপ্তি জারি করে এই দুই অফিসারকে অবিলম্বে তাদের নিজ নিজ রাজ্য ক্যাডারে ফেরত যাওয়ার আদেশ জারি করা হয়েছে। অপসারণের কারণ স্পষ্ট না হলেও মনে করা হচ্ছে, ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে সন্ত্রাসবাদী কার্যকলাপ বাড়বাড়ন্তের কারণেই এই দুই আইপিএস অফিসারকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

চলতি বছরে জম্মু কাশ্মীরের রাজৌরি, পুঞ্চ, রিয়াসি, উধমপুর, কাঠুয়া এবং ডোডা জেলায় জঙ্গি হানায় ১১ জন নিরাপত্তা কর্মী এবং ১ জন গ্রাম প্রতিরক্ষা কর্মী-সহ কমপক্ষে ২২ জন নিহত হয়েছে।  যদিও বিএসএফের পক্ষ থেকে জঙ্গি অনুপ্রবেশের ঘটনা অস্বীকার করা হয়েছে। কিন্তু গত মাসেই কাঠুয়া এবং ডোডা জেলায় দুটি এনকাউন্টারে পাঁচ সন্ত্রাসবাদীর মৃত্যু হয়ছে।

এ দিন মন্ত্রীপরিষদের নিয়োগ কমিটি পৃথকভাবে দু'টি আদেশ জারি করে অবিলম্বে তাদের পেরেন্ট ক্যাডারে প্রত্যাবর্তনের নির্দেশ দিয়েছে।  নীতিন আগরওয়াল কেরালা ক্যাডারের ১৯৮৯ ব্যাচের আইপিএস অফিসার। অন্যদিকে যোগেশ খুরানিয়া ওড়িশা ক্যাডারের ১৯৯০ ব্যাচের আইপিএস। যোগেশকে সদ্য বিজেপির ক্ষমতা প্রাপ্ত ওড়িশা পুলিশ বাহিনীর ডিরেক্টর জেনারেল অফ পুলিশ(ডিজিপি) করা হবে বলে মনে করা হচ্ছে।

গত বছরের জুন মাসে নীতিন আগরওয়াল বিএসএফের ডিজি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। ২০২৬ সালের জুলাই মাসে তাঁর অবসরগ্রহণ করা কথা ছিল। খুরানিয়া স্পেশাল ডিজি(পশ্চিম) হিসাবে ভারত-পাকিস্তান সীমান্তে বাহিনীর নেতৃত্বে ছিলেন। ভারতের পশ্চিম প্রান্তের এই আন্তর্জাতিক সীমানা জম্মু, পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাট জুড়ে ২,২৮৯ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এই বিস্তীর্ণ এলাকার মধ্যে জম্মুর ৪৮৫ কিলোমিটার ঘন জঙ্গল এবং মূল পাহাড়ি ভূখন্ড থেকে বিচ্ছিন্ন।

অন্য একটি পৃথক আদেশে, মন্ত্রিসভার নিয়োগ কমিটি ওড়িশা ক্যাডারের ১৯৮৯ ব্যাচের আইপিএস অফিসার অমৃত মোহন প্রসাদকে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) এসডিজি হিসাবে নিযুক্ত করা হয়েছে।

Leave a comment