Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

উনি লাইনচ্যুত মন্ত্রী: কেন্দ্রীয় রেলমন্ত্রীকে তীর কংগ্রেস নেতার

Kibria Ansary

Published: 02 August, 2024, 09:44 PM
উনি লাইনচ্যুত মন্ত্রী: কেন্দ্রীয় রেলমন্ত্রীকে তীর কংগ্রেস নেতার

নয়াদিল্লি, ২ অগাস্ট: দেশজুড়ে ঘটে চলা ট্রেন দুর্ঘটনা নিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রীকে তীর দাগলেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। ট্রেন দুর্ঘটনা নিয়ে নৈতিক দায় না নেওয়ায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগ দাবি করলেন তিনি। কেন্দ্রীয় রেলমন্ত্রীকে কটাক্ষ করে কংগ্রেস নেতা বলেন, "উনি (অশ্বিনী বৈষ্ণব) লাইনচ্যুত মন্ত্রী।"

গত বৃহস্পতিবার সংসদে বিরোধীদের সমালোচনার জবাবে কেন্দ্রীয় রেলমন্ত্রী বলেন, সরকার রিল তৈরি করে না, বরং কঠোর পরিশ্রম করে। তিনি বলেন, "আমরা রিল বানানোর লোক নই, আমরা কঠোর পরিশ্রম করি। আপনারা লোক দেখানোর জন্য রিল বানান।" সংসদের বিরোধীদের উদ্দেশ্যে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, রেলওয়ে দেশের লাইফলাইন এবং একটি গুরুত্বপূর্ণ সংস্থা। যার উপর দেশের অর্থনীতি নির্ভর করে। রেলকে বিরাজনীতিকরণ এবং দেশের স্বার্থে রেলের উন্নতির দিকে মনোনিবেশ করার আহ্বান জানান তিনি।

শুক্রবার কংগ্রেস নেতা গগৈ বলেন, "গত দু'বছরে কয়টা ট্রেন লাইনচ্যুত হয়েছে? গত দুই মাসে ৪টি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। বালেশ্বরের ঘটনায় ৩০০ মানুষের মৃত্যুর নৈতিক দায় নিয়ে তাঁর পদত্যাগ করা উচিত ছিল।"

Leave a comment