Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

কেরলে ভয়াবহ ভূমিধসে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২৫৭, পরিস্থিতি পর্যালোচনায় সর্বদলীয় বৈঠকে বিজয়ন

Kibria Ansary

Published: 01 August, 2024, 04:17 PM
কেরলে ভয়াবহ ভূমিধসে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২৫৭, পরিস্থিতি পর্যালোচনায় সর্বদলীয় বৈঠকে বিজয়ন

তিরুবনন্তপুরম, ১ অগাস্ট: ভূমিধসে বিপর্যস্ত কেরল। ওয়ানাডে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫৬। আহত হয়েছেন ২০০ জনেরও বেশি। একাধিক সংস্থা এবং সেনাবাহিনী লাগাতার উদ্ধারকাজ চালাচ্ছে। বৃহস্পতিবার জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (NDRF) ডিআইজি মোহসেন শাহিদি জানিয়েছেন, কেরলের ওয়ানাডে ভূমিধসের ঘটনায় বৃহস্পতিবার পর্যন্ত ২০০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ক্ষতিগ্রস্থ স্থানগুলিতে উদ্ধার কাজ সচল রাখতে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীর টিম মোতায়েন রয়েছে। যদিও অসমর্থিত সূত্রে খবর, মৃতের সংখ্যা ৩০৬।

উদ্ধারকারী দলের আধিকারিকরা বলেছেন, উদ্ধার হওয়া মৃতদেহগুলি বেসামরিক প্রশাসনের পরবর্তী পদক্ষেপের জন্য নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার প্রবল বৃষ্টির জেরে ওয়েনাডে তিনটি ভূমিধসের ঘটনা ঘটে। এর ফলে মুন্ডাক্কাই, চুরামালা, আত্তামালা এবং নুলপুঝা গ্রামে ক্ষয়ক্ষতি হয়েছে৷ ছালিয়ার নদীতে ভেসে গেছে বেশ কয়েকজন। ওয়ানাডে ৪৫টি ত্রাণ শিবির খোলা হয়েছে। কেরলের রাজস্ব বিভাগ জানিয়েছে, ৩০ জুলাই ভোরে ওয়ানাডের মুন্ডাক্কাই ও চুরালমালায় দুটি বিশাল ভূমিধস আঘাত হানে। যার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ, প্রাণহানি এবং শত শত মানুষ আহত হয়।

এনডিআরএফ-এর ডিআইজি বলেন, "২০০ জনেরও বেশি মৃত্যু হয়েছে। মৃতদেহগুলিকে উদ্ধার করা হয়েছে। দুই শতাধিকের বেশি মানুষ আহত হয়েছেন। প্রথম দিনে ১৫০ জনকে উদ্ধার করা হয়েছে। আমরা এখনও অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত ভারতীয় সেনাবাহিনী, এনডিআরএফ, ফায়ার সার্ভিস, আইএএফ, আইসিজি এবং অন্যান্য উদ্ধারকারী দল রয়েছে। কেরলের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য কর্মকর্তারা একটি পর্যালোচনা বৈঠক করেছেন।"

ভূমিধসের পরে ওয়ানাড জেলা প্রশাসনকে সহায়তা করার জন্য ইদুক্কি, পালাক্কাড় এবং কোঝিকোড় জেলার অতিরিক্ত কালেক্টরদের মোতায়েন করা হয়েছে। ওয়ানাডে ভারতীয় সেনাবাহিনীর উদ্ধার অভিযানের দায়িত্বে থাকা অফিসার মেজর জেনারেল ভিটি ম্যাথিউ বৃহস্পতিবার কেরলের মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছেন। গোটা পরিস্থিতি সম্পর্কে মুখ্যমন্ত্রীকে অবহিত করেছেন তিনি।

এদিকে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বৃহস্পতিবার ওয়ানাডে সর্বদলীয় বৈঠক করেন। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়ে বলেছেন, আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার ও পুনর্বাসনের কাজ যত তাড়াতাড়ি সম্ভব করা হবে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।

Leave a comment