মুম্বাই, ২২ জুলাই: মহারাষ্ট্র, ঝাড়খণ্ড ও হরিয়ানায় আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ী হয়ে রাহুলের ঔদ্ধত্ব ভেঙে দেবে বলে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পুনেতে বিজেপির রাজ্য সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, এই বছরের শেষে ৩টি রাজ্যের বিধানসভা ভোটে জিতে রাহুলের ঔদ্ধত্বের জবাব দেবে বিজেপি। কংগ্রেস, উদ্ধব ঠাকরে ও শারদ পাওয়ারের জোটকে ‘আওরঙ্গজেব ফ্যান ক্লাব’ বলে কটাক্ষ করেন তিনি। অমিত শাহ বলেন, ‘আওরঙ্গজেব ফ্যান ক্লাবের অংশ কারা? যাঁরা কাসাবকে বিরিয়ানি পরিবেশন করেন, যাঁরা ইয়াকুব মেমনের জন্য ক্ষমা চান, যাঁরা (বিতর্কিত ইসলামিক প্রচারক) জাকির নায়েককে শান্তির বার্তাবাহক হিসেবে পুরস্কার দেন এবং যাঁরা (নিষিদ্ধ সংগঠন) পিএফআইকে সমর্থন করেন। উদ্ধব ঠাকরের এইসব লোকদের সঙ্গে বসতে লজ্জা হওয়া উচিত।’