Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাত, দেওয়াল ধসে দুই নাতনি সহ মৃত বৃদ্ধা

Bipasha Chakraborty

Published: 24 July, 2024, 03:58 PM
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাত, দেওয়াল ধসে দুই নাতনি সহ মৃত বৃদ্ধা

 

পুবের কলম, ওয়েবডেস্ক:  প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাত। বুধবারেও একনাগাড়ে বৃষ্টি চলছে। বিপদসীমার উপর দিয়ে বইছে বেশ কিছু নদীর জল। সৌরাষ্ট্র ও দক্ষিণ গুজরাতের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র সুরাতের উমরপাড়া তালুকেই ২৭৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। একটি তিনতলা বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে এক বৃদ্ধা সহ তার দুই নাতনির। ধ্বংসস্তূপে দীর্ঘ সময় আটকে ছিলেন তিন জন।

উদ্ধারকাজ শেষে বুধবার পুলিশ জানিয়েছে, তিন জনেরই মৃত্যু হয়েছে।  মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে দ্বারকা জেলার জাম খাম্বালিয়া শহরে। স্থানীয় সূত্রে খবর, শহরের গগনওয়ালি এলাকার ওই তিন তলা বাড়িটি বেশ কিছু দিন ধরেই বিপজ্জনক অবস্থায় ছিল। মঙ্গলবার ভারী বৃষ্টির ফলে ধসে পড়ে বাড়িটির একাংশ। বাড়িতে ছিলেন ওই বৃদ্ধা এবং তাঁর দুই নাতনি। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম কেশরবেন কানজারিয়া (৬৫), প্রীতিবেন কানজারিয়া (১৫) এবং পায়েলবেন কানজারিয়া (১৮)।

ভারী বৃষ্টি হয়েছে নভসারি, জুনাগড়, দ্বারকা, কচ্ছ, ডাঙ্গ এবং তাপি জেলাতেও। টানা বৃষ্টিতে অপেক্ষাকৃত নিচু এলাকাগুলি প্লাবিত।

এর মাঝে বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দিয়েছে প্রশাসন।

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী  পুলিশ এবং দমকলের কয়েকটি দলের সম্মিলিত প্রচেষ্টায় ধ্বংসাবশেষ সরানো সম্ভব হয়েছে। আহত পাঁচ জনকে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

 

 

Leave a comment