নয়াদিল্লি, ২ অগাস্ট: এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) তাঁর বিরুদ্ধে চক্রান্তের পরিকল্পনা করছে বলে দাবি করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। শুক্রবার তিনি দাবি করেছেন, সংসদে তাঁর 'চক্রব্যূহ' ভাষণের পরে তাঁর বিরুদ্ধে ইডি অভিযানের পরিকল্পনা করা হচ্ছে। কংগ্রেস নেতা কটাক্ষ করে বলেছেন, "উন্মুক্ত হস্তে অপেক্ষা করছি।"
রাহুল গান্ধি এক্স হ্যান্ডেলে লেখেন, "স্পষ্টতই, টু ইন অন আমার চক্রব্যূহ বক্তৃতা পছন্দ করেনি। ইডির 'অভ্যন্তরীণরা' আমাকে জানিয়েছেন যে একটি অভিযানের পরিকল্পনা করা হচ্ছে।"