Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

রাজ্য সরকারী কর্মচারীদের বেতন বাড়াল কর্নাটক সরকার

Kibria Ansary

Published: 16 July, 2024, 09:52 PM
রাজ্য সরকারী কর্মচারীদের বেতন বাড়াল কর্নাটক সরকার

বেঙ্গালুরু, ১৬ জুলাই: রাজ্য সরকারী কর্মচারীদের বেতন বাড়াল কর্নাটক সরকার। বিভিন্ন দফতরের কর্মচারীদের ২৭ দশমিক ৫ শতাংশ হারে বেতন বৃদ্ধি করেছে কংগ্রেস শাসিত কর্নাটক সরকার। সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারমাইয়ার সভাপতিত্বে মন্ত্রিসভার এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ আগস্ট থেকে কার্যকর করা হবে বেতনবৃদ্ধি বলে জানানো হয়েছে।। এজন্য আগামী মাস থেকে রাজ্য সরকারের কর্মচারীদের বেতন-ভাতা বাবদ ১৭ হাজার ৪৪০ কোটি ১৫ লাখ টাকা অতিরিক্ত ব্যয় হবে বলে ধারণা করা হচ্ছে। সিদ্দারমাইয়ার মন্ত্রিসভার এক সদস্য জানিয়েছেন, জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির সঙ্গে সঙ্গতি এবং কর্মচারীদের কাজের মান উন্নয়ন ও চাকরিক্ষেত্রে সততা নিশ্চিত করতে বেতনবৃদ্ধির এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

প্রসঙ্গত, এর আগে গত বছর মার্চ মাসে সবশেষ বেতন বেড়েছিল কর্ণাটকের রাজ্য সরকারের কর্মচারীদের। তৎকালীন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই সেবার ১৭ শতাংশ বেতনবৃদ্ধির অনুমোদন দিয়েছিলেন।

দেশ - এর থেকে আরোও খবর

Karnataka govt hiked salary of state government employees

Leave a comment