Thu, September 19, 2024

ই-পেপার দেখুন

J&K সেনা-জঙ্গির গুলির লড়াই: নিহতের সংখ্যা বেড়ে ৫

Kibria Ansary

Published: 16 July, 2024, 03:26 PM
J&K সেনা-জঙ্গির গুলির লড়াই: নিহতের সংখ্যা বেড়ে ৫

পুবের কলম, ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীরের ডোডায় সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে শহিদ হলেন গুরুতর আহত আরও এক জওয়ান। সব মিলিয়ে হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫। মঙ্গলবার এই হামলার দায় স্বীকার করেছে পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের ছায়াসঙ্গী হামলার দায় কাশ্মীর টাইগার্স।

প্রশাসন সূত্রে খবর, সোমবার রাতে সন্ত্রাসবাদীদের উপস্থিতির নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ডোডার দেসা এলাকায় ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথ অভিযান শুরু হয়েছিল। তল্লাশি অভিযান চলাকালীন পিছু হঠবার জায়গা না পেয়ে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দেয় ভারতীয় সেনাও। দীর্ঘক্ষণ ধরে দুপক্ষের গুলির লড়াই চলার পর এলাকা ছেড়ে পালাতে শুরু করে জঙ্গিরা। জঙ্গিদের ছোড়া গুলিতে আহত হন এক সেনা অফিসার-সহ ৫ জওয়ান। সোমবার রাতেই ৫ জনের মধ্যে ৪ জন জওয়ান শহিদ হন। মঙ্গলবার আরও এক জওয়ান শহিদ হয়েছেন বলে সেনা সূত্রে জানা গিয়েছে।

অন্যদিকে, কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত হয়েছেন বাংলার যুবক। নিহতের নাম ব্রিজেশ থাপা। ২৭ বছর বয়সী যুবক দার্জিলিংয়ের বাসিন্দা। ক্যাপ্টেন ব্রিজেশ থাপা ছিলেন দার্জিলিংয়ের লেবংয়ের বাসিন্দা। ১৪৫ আর্মি এয়ার ডিফেন্সে কর্মরত ছিলেন। বুধবার তাঁর কফিনবন্দি দেহ ফিরবে বাগডোগরায়। তার পর লেবংয়ের বাড়ি রওনা হবে তাঁর মরদেহ। জওয়ানের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা গ্রাম।

দেশ - এর থেকে আরোও খবর

J&K Army-militant shootout Death toll rises to 5 Doda District

Leave a comment