Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

রাজনৈতিক লড়াই শেষ, এবার দেশের কথা ভাবুন: বার্তা মোদির

Kibria Ansary

Published: 22 July, 2024, 02:06 PM
রাজনৈতিক লড়াই শেষ, এবার দেশের কথা ভাবুন: বার্তা মোদির

নয়াদিল্লি, ২২ জুলাই: দেশের স্বার্থে দলের কথা ভুলে সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজের আহ্বান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার বাদল অধিবেশনের শুরুতে মোদি বলেন, রাজনৈতিক ক্ষেত্রে সমস্ত তিক্ততা ভুলে এবার ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। তবে দেশ অগ্রগতির পথে হাঁটবে। নিট কাণ্ড, কানওয়ার যাত্রায় বিজেপি শাসিত রাজ্যের নির্দেশিকা ঘিরে বিরোধীরা সুর চড়াতে পারেন, সেই আশঙ্কা থেকেই আগেভাগে বার্তা দেন প্রধানমন্ত্রী। বাজেট অধিবেশনের আগে বিরোধীদের বিরুদ্ধে তোপ দাগেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার থেকে শুরু হচ্ছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম পূর্ণাঙ্গ অধিবেশন। এই অধিবেশনে যোগ দিতে এ দিন সকালে পার্লামেন্ট চত্ত্বরে উপস্থিত হন প্রধানমন্ত্রী। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কন্ঠরোধ করার অভিযোগ তোলেন।

এ দিনের সাংবাদিক সম্মেলনে মোদি বলেন, 'সংসদের প্রথম অধিবেশনে, দেশের ১৪০ কোটি জনগণের দ্বারা নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ সরকারের কন্ঠরুদ্ধ করার চেষ্টা করা হয়েছিল।' আড়াই ঘন্টা ধরে তাঁকে দমিয়ে রাখার এই চেষ্টায় তিনি হতবাক।পাশপাশি তিনি বিরোধীদের উদ্দেশ্য করে বলেন, দেশের জনগণ তাঁদের পার্লামেন্ট পাঠিয়েছেন দেশের জন্য, কোনও দলের জন্য নয়। এই সংসদ দেশের জন্য কাজ করবে কোনও রাজনৈতিক দলের জন্য নয়।

একইসঙ্গে এ দিন প্রধানমন্ত্রী তাঁর কার্যকালের সাফল্য তুলে ধরে বলেন, দেশের প্রতিটি নাগরিকের কাছে এটি গর্বের বিষয় যে ভারত বৃহৎ অর্থনৈতিক দেশগুলির মধ্যে একটি হয়ে উঠেছে। গত তিন বছরে দেশের অর্থিক বৃদ্ধি হয়েছে ৮ শতাংশ। ২০৪৭ সালে নতুন আঙ্গিকে ধরা দেবে ভারত। যে গ্যারান্টির স্লোগান দিয়ে লোকসভা নির্বাচনে ভোটে জিতে এসেছেন এ দিন মোদি দাবি করেন এই বাজেটের লক্ষ্য তার বাস্তবায়ন। এই বাজেট আগামী পাঁচ বছরের দিশা দেখাবে বলেও জানান তিনি।

মোদির কথায়, 'দেশের সকল সাংসদদের প্রতি আমার আবেদন, জানুয়ারি থেকে এখনও পর্যন্ত আমরা লড়াই করেছি। রাজনৈতিক লড়াই শেষ। আমজনতা রায় দিয়েছেন। দলের গণ্ডির বাইরে গিয়ে এবার দেশের কথা ভাবুন। দেশের স্বার্থে আগামী সাড়ে চার বছর গৌরবময সংসদকে সঠিকভাবে ব্যবহার করুন। ২০২৯ সালের জানুয়ারি মাসে ফের রাজনৈতিক লড়াই শুরু হবে। ততদিন দেশের যুবক-কৃষকদের উন্নতির কথা ভেবে কাজ করুন।'

দেশ - এর থেকে আরোও খবর

Political fight over now think of the country Modi's message

Leave a comment