Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

গাফিলতির দায় ইঁদুরের ঘাড়ে, বরখাস্ত কর্মী

আবুল খায়ের

Published: 19 September, 2024, 04:02 PM
গাফিলতির দায় ইঁদুরের ঘাড়ে, বরখাস্ত কর্মী

পুবের কলম, ওয়েব ডেস্কঃ দিল্লি–মুম্বই এক্সপ্রেসওয়েতে বড় একটি গর্তের সন্ধান মেলে। গর্তটি দেখে গেছিল রাজস্থানের দৌসার একটি এলাকায়। কিন্তু সদ্য নির্মিত রাস্তায় এমন গর্ত কেন? প্রশ্ন উঠতেই সংবাদ মাধ্যমের সামনে রাস্তার কাজের দায়িত্ব পাওয়া কোম্পানির এক কর্মী বলেন, ইঁদুরে গর্ত করেছে। তার জেরেই জল ঢুকেছে। নিজেদের গাফিলতির দায় ইঁদুরের ঘাড়ে চাপাতে সমালোচনা শুরু হয়। এরপর কেসিসি বিল্ডকনের পক্ষ থেকে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়াকে চিঠি দেওয়া হয়। সেখানে বলা হয়, ওই কর্মীর এমন দায়িত্বহীন মন্তব্যের জন্যে তাকে বরখাস্ত করা হয়েছে। কোম্পানিতে সে জুনিয়র পোস্টে কাজ করত। প্রযুক্তিগত বিষয়ে তার কোনও জ্ঞান নেই বলেই সে এমন মন্তব্য করেছে। এরপর কোম্পানির পক্ষ থেকে বলা হয়, প্রচণ্ড বৃষ্টির জেরে রাস্তায় গর্ত দেখা গেছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই রাস্তার ওই অংশটি চিহ্নিত করে সারাই করিয়ে দেওয়া হয়েছে।

Leave a comment