Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

তামিলনাড়ুতে এনকেটি কর্মীকে কুপিয়ে খুন, রাজনৈতিক হত্যাকাণ্ড নয়: দাবি পুলিশের

Kibria Ansary

Published: 16 July, 2024, 02:56 PM
তামিলনাড়ুতে এনকেটি কর্মীকে কুপিয়ে খুন, রাজনৈতিক হত্যাকাণ্ড নয়: দাবি পুলিশের

চেন্নাই, ১৬ জুলাই: বিএসপি নেতা খুনকাণ্ডের পর ফের তামিলনাড়ুতে এনকেটি দলের কর্মীকে কুপিয়ে খুন। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর মাদুরাইয়ে। পুলিশ জানিয়েছে, মৃতের বালাসুব্রহ্মণ্যম। এদিন সকালে সে প্রাতঃভ্রমণ করছিলেন। তখন তাকে লক্ষ্যবস্তু করা হয়। যদিও পুলিশ এই ঘটনাকে রাজনৈতিক হত্যাকাণ্ড নয় বলে জানিয়েছে। অভিযোগ, বিগত দিনে তিনটি খুন করেছে বালাসুব্রহ্মণ্যম। পুরোনো শত্রুতার জেরে প্রতিশোধ নিতে গিয়ে নাম থামিঝাড় কাটচি পার্টির (NTK) কর্মীকে কুপিয়ে খুন করা হয়েছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, "প্রাথমিক তদন্তে জানা গিয়েছে পারিবারিক কলহের জেরে প্রতিহিংসা চরিতার্থ করতেই এ হত্যাকাণ্ড। আশেপাশে কোনও সিসিটিভি নেই। তদন্ত চলছে।"

উল্লেখ্য, গত ৫ জুলাই, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় তামিলনাড়ুর বিএসপি প্রধান আর্মস্ট্রংকে। তাঁর বাড়ির সামনে দুষ্কৃতিদের হাতে খুন হন বাহান্ন বছর বয়সী নেতা। পুলিশ সূত্রে খবর, বাইকে করে এসেছিল দুষ্কৃতীরা। তাদের মধ্যে চারজনের পরনে ছিল খাবার ডেলিভারি বয়ের পোশাক। বাড়ির সামনেই তারা আক্রমণ করে আর্মস্ট্রংকে। ধারালো অস্ত্রে কুপিয়ে পালিয়ে যায়। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপরই চেন্নাইয়ের পথে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিএসপি কর্মী-সমর্থকরা।

অন্যদিকে, প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানান বিএসপি সুপ্রিমো মায়াবতী। আমস্ট্রং-এর বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে কথাও বলেন তিনি। বিএসপি নেতাকে শেষ শ্রদ্ধা জানিয়ে আমস্ট্রং খুনের সিবিআই তদন্তের দাবি করেন বিএসপি সুপ্রিমো। মায়াবতী বলেছিলেন, রাজ্যে আইন ভেঙে পড়েছে। অবিলম্বে এই খুনের ঘটনার সিবিআই তদন্ত দরকার। মূল অভিযুক্তরা এখনও ধরা পড়েনি। রাজ্য যদি সঠিক তদন্ত করত, তবে এতদিনে অপরাধীরা জেলে থাকত। তাই এই তদন্তে সিবিআই দরকার।

Leave a comment