Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

বিহারের পর এবার উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ, ভেঙে পড়ল ‘সিগনেচার ব্রিজ’

Bipasha Chakraborty

Published: 19 July, 2024, 07:05 PM
বিহারের পর এবার উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ, ভেঙে পড়ল ‘সিগনেচার ব্রিজ’

 

 পুবের কলম, ওয়েবডেস্ক: বিহারের পর এবার উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ। ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু। ৭৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছিল সিগনেচার ব্রিজ। বৃহস্পতিবার ভেঙে পড়ল সেই বিশাল সেতুটি। ঘটনায় কোনও হতাহতের খবর নেই। নির্মাণ সম্পূর্ণ হলে এটিই হবে উত্তরাখণ্ডের প্রথমসিগনেচার ব্রিজ সিগনেচার ব্রিজ হল এক ধরণের অপ্রতিসম কেবল সেতু সেতুর মধ্যে একটি টাওয়ার থাকে, তার সঙ্গেই কেবলগুলি আটকানো থাকে যা দেখলে মনে হয় একজোড়া হাত নমস্কারের ভঙ্গীতে রয়েছে

রুদ্রপ্রয়াগের বদ্রিনাথ হাইওয়ের নারকোটায় সেতুটি নির্মাণ করা হচ্ছিল। সেতুটির আরসিসি ডেভেলপার নামে এক নির্মাণ সংস্থা এই সেতুটি তৈরি করছিল স্থানীয় এক প্রশাসনিক কর্তা জানিয়েছেন, বিকেল সোয়া চারটের দিকে এই ঘটনা ঘটেছে। টাওয়ারটি ভেঙে পড়ায় সেতুটির কাঠামোরও বড় ক্ষতি হয়েছে কি কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখবে কারিগরি কমিটি

Leave a comment