পুবের কলম ওয়েবডেস্ক: বছরের শুরুতেই নক্ষত্র পতন। প্রয়াত হলেন প্রবাদপ্রতিম রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯
বছর। মার্চেই ৯০ তে পা দিতেন তিনি। রেখে গেলেন দুই কন্যা প্রথিতযশা সঙ্গীতশিল্পী শ্রাবণী সেন ও ইন্দ্রাণী সেন কে।
বেশ কিছুদিন ধরেই শরীর ভালো যাচ্ছিলনা এই প্রবাদপ্রতিম শিল্পীর। বার্ধক্যজনিত সমস্যা ছাড়াও প্রচন্ড ঠান্ডা লেগে বুকে সর্দি বসে। বাড়িতে চিকিৎসা চললেও ডিসেম্বর মাসের ২১ তারিখ অবস্থার অবনতি হওয়ায় ভর্তি করা হয় হাসপাতালে। চিকিৎসকরা জানান ব্রঙ্কো নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন এই অশীতিপর পর শিল্পী।
যদিও গতকাল, ২ জানুয়ারি তাঁকে ছুটি করিয়ে বাড়ি আনা হয়। কিন্তু ভোর রাতেই প্রয়াত হন গায়িকা। কন্যা শ্রাবণী সেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান ” আজ সকালে মা চলে গেলেন ‘।
সুমিত্রা সেনের প্রয়াণে শোকের ছায়া বাংলার সঙ্গীতজগতে। শেষহল রবীন্দ্রসংগীতের একটা অধ্যায়ের।