পুবের কলম ওয়েবডেস্ক: সমুদ্রের তলদেশে যে কতধরনের প্রাণী থাকে আমরা কজনেই বা তার খবর রাখি। খুব সম্প্রতি নেট দুনিয়ায় ঝড় তুলেছে হাইপেরিড। চিংড়ির মত দেখতে হলেও তা কিন্তু চিংড়ি নয়। স্বচ্ছ চেহারা পেটে তার কমলা রঙের ডিম। কিন্তু কি এই হাইপেরিড?
স্মিথসোনিয়ানের ওয়েবসাইট অনুসারে হাইপেরিড হল “এক ধরনের প্রাণী যা বালির মাছির সঙ্গে সম্পর্কিত। তবে একে কিন্তু চিংড়ির মাসতুতো ভাইবলে মনে করলে কিন্তু ভুল হবে। তবে নেটিজেনরা কিন্তু এত সাতসতেরো নিয়ে মাথা ঘামাতে রাজী নন। আপাতত তারা মজেছেন হাইপেরিডে।
Cystisoma is a crustacean that lives between 600-1000 m deep in the ocean. Its body is totally transparent: only its eyes are pigmented. This one has a brooding pouch full of orange eggs
[read first: https://t.co/d4jiqKNbeb
[📹 Alejandro Damian-Serrano]https://t.co/6xJkNHqoPj— Massimo (@Rainmaker1973) December 29, 2022
তবে বিজ্ঞানীরা বলছেন শুধু হাইপেরিডই নয় এরকম নানা নাম না জানা প্রাণীর সন্ধান মেলে সমুদ্রের তলায়।সামগ্রিকভাবে সমুদ্রের তলদেশের জীববৈচিত্র্যের এক অদ্ভুত রহস্য রয়েছে।