পুবের কলম ওয়েব ডেস্ক: বর্তমানে ট্রেনের রিয়েল টাইম দেখার জন্য একাধিক অ্যাপ রয়েছে। থার্ড পার্টি অ্যাপের মধ্যে ‘Where is My Train’ নামক অ্যাপের জনপ্রিয়তা সবথেকে বেশি বললেই চলে। অধিকাংশ স্মার্টফোন ব্যবহারকারী ট্রেনে সফরকালে এই অ্যাপটি ব্যবহার করে থাকেন। ট্রেনে সফরের সময় রিয়েল টাইম লোকেশন দেখা প্রয়োজন হয় প্রায় প্রত্যেকের। তাই ‘where is my train’ এর মতই গুগল ম্যাপের সাহায্যেও জেনে যাবেন আপনার ট্রেনের রিয়েল টাইম।
পুরো প্রক্রিয়াটি খুব সহজ হলেও যেহেতু অনেকেই Google Map এর ট্রেন লাইভ লোকেশন ব্যবহার করেন না সেকারণে তাঁদের মধ্যে অনেকের অজানা। পুরো পদ্ধতি জানুন-
১ প্রথমে নিজের মোবাইল থেকে Google Map ওপেন করুন।
২ এরপর গন্তব্য ট্রেন স্টেশন বা গন্তব্য স্থান সিলেক্ট করুন।
৩ এরপর উপরে দেওয়া একাধিক আইকনের মধ্যে ট্রেনের আইকন সিলেক্ট করুন। দুই চাকা এবং হাঁটার মাঝেই পাবেন এই আইকনটি।
৪ এরপর রুট অপশনে ট্রেন সিলেক্ট করুন।
৫ তারপর নেক্সট ক্লিক করে ট্রেনের নাম সিলেক্ট করে লাইভ স্টেটাস দেখতে পারবেন।