পুবের কলম, ওয়েবডেস্ক: শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে অনন্য নজির স্থাপনের জন্য নব নালন্দা স্কুল তাদের ছাত্র ছাত্রীদের নালন্দা রত্ন পুরস্কার প্রদান করে আসছে। ১৯৯৯ সালে যার প্রথম প্রাপক ছিলেন টেবিল-টেনিস চ্যাম্পিয়ন পৌলমী ঘটক। এবছর ২৩ জুলাই অবন মহলে নব নালন্দা স্কুলের পক্ষ থেকে নালন্দা রত্ন পুরস্কার প্রদান করা হল স্বাগতম গোস্বামীকে।
উচ্চ মাধ্যমিকে সেরা দশ এর মধ্যে অষ্টম স্থান অধিকার করায়, নব নালন্দা স্কুলের এই কৃতী ছাত্রকে স্কুলের পক্ষ থেকে দেওয়া হল নালন্দা রত্ন। এদিন আনন্দ লোকে মঙ্গলা লোকে রবীন্দ্র সংগীত দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড. রামানুজ গাঙ্গুলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের শিক্ষা উপসচিব ঋতব্রত চ্যাটার্জি। স্কুলের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কৃতী ছাত্র ছাত্রীদেরও এদিন বিশেষ পুরস্কারে সম্মানিত করা হয়।
উচ্চমাধ্যমিকে যে সব ছাত্র ছাত্রী ১১ থেকে ২০ র মধ্যে রাঙ্ক করেছেন তাদের মধ্যে থেকে ৬ জন ছাত্র ছাত্রীকে পিনাকেল অফ এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। স্কুলের দীর্ঘ দিনের শিক্ষক ও শুভানুধ্যায়ী শুভা মিত্র, সীতা রায়, অশোক কর এদেরকে এদিন নালন্দা গরিমা পুরস্কারে ভূষিত করা হয়।
দু বারের মেয়র্স কাপ চ্যাম্পিয়ন, একবারের রানার আপ, দুবারের দাত্তু ফাডকর চ্যাম্পিয়ন এবং এ বছর বিশপ ক্যানিং কাপের চ্যাম্পিয়ন হওয়া নব নালন্দা ক্রিকেট টিমের ক্লাস ফাইভ থেকে দশম শ্রেণীর ছাত্রদেরকেও পুরস্কৃত করা হয়।
এরপর ছিল বিশিষ্ট সংগীত শিল্পী মনোময় ভট্টাচার্যের একক সঙ্গীতানুষ্ঠান। শিল্পীর প্রথম নিবেদনে ছিল, ‘একি লাবণ্যে পূর্ণ প্রাণ’। এরপর ছিল মনোময়ের জনপ্রিয় গান ‘মনের মানুষ চিনলি না রে’। এরপর মনোময় একে একে পরিবেশন করেন আধুনিক ও স্বর্ণ যুগের জনপ্রিয় কিছু গান।
নব নালন্দা গ্রুপ অফ স্কুলস্ এর প্রিন্সিপাল অরিজিৎ মিত্র জানালেন, ‘স্কুল জীবনে পড়াশোনা থেকে সংস্কৃতি কিংবা ক্রীড়া জগতে বিশ্বের সাফল্যের স্বীকৃতি স্বরূপ ছাত্র ছাত্রীদের নালন্দা রত্ন পুরস্কার দেওয়া হয়ে থাকে। ১৯৯৯ সালে প্রথম, টেবিল টেনিস প্লেয়ার পৌলোমী ঘটক পেয়েছিলেন। তারপরে স্কুলের ছাত্র হিসেবে সঙ্গীত জগতে অবদানের জন্য নালন্দা রত্ন পেয়েছিলেন অনিক ধর। এবছরও নালন্দা রত্ন প্রদান করা হল। এর সঙ্গে আরও কিছু স্কলারশিপ ও অন্যান্য পুরস্কার প্রদান করা হলো। এছাড়াও নব নালন্দা স্কুলের প্রথম থেকে যারা জড়িত রয়েছেন, প্রাক্তন শিক্ষক-শিক্ষয়িত্রী তাঁরা পেলেন নালন্দা গরিমা অ্যাওয়ার্ড’।