২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শিকল খুলে ” সুরলোকে যাত্রা করলেন কিংবদন্তি শিল্পী নির্মলা মিশ্র

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৩১ জুলাই ২০২২, রবিবার
  • / 2

 

পুবের কলম ওয়েবডেস্কঃ ” ও তোতা পাখি রে শিকল খুলে উড়িয়ে দেব, আমার মা কে যদি এনে দাও” এই গান শুনে চোখ ভেজেনি বাংলায় বোধহয় এমন সঙ্গীত অনুরাগী নেই। সেই গানের শিল্পী এবার নিজেই যাত্রা করলেন না ফেরার দেশে। শনিবার রাত ১২ টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র। নিজের দক্ষিণ কলকাতার চেতলার বাড়িতেই তিনি প্রয়াত হন।

রাতে তাঁর দেহ ছিল সার্দার্ন আ্যভিনিউয়ের নার্সিংহোমে। আজ সকাল ১০ টায় সবার শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে দেহ নিয়ে যাওয়া হবে রবীন্দ্রসদনে। সেখানথেকে ক্যাওড়াতলা মহাশ্মশানে হবে শেষকৃত্য।

নির্মলার পুত্র শুভদীপ দাশগুপ্ত জানিয়েছেন, পরিবারের সকলের চোখের সামনেই শিল্পী প্রয়াত হন। তাঁর কথায়, ‘‘চোখের সামনেই মা চলে গেল। ২০১৫-তে সেরিব্রাল অ্যাটাক হয়। তার পর থেকেই শরীরের একটা পাশে পক্ষাঘাত। সব সময় বিছানায় শুয়েই থাকতেন। ২০১৮ থেকে ২২ বারংবার হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তিনবার হৃদরোগে আক্রান্ত হন। শনিবার সব শেষ হয়ে গেল।”

প্রয়াতশিল্পীর ছায়াসঙ্গী চিকিৎসক ছিলেন
কৌশিক চক্রবর্তী তিনি বলেন গত পাঁচবছরে বারবার অসুস্থ হয়েছেন। হাসপাতালে ভর্তি করতে হয়েছে। গত বৃহস্পতিবার থেকেই শরীর টা খারাপ ছিল। রক্তচাপ নিয়ন্ত্রণে ছিল না। তাও হাসপাতালে যেতে চাননি। শনিবার সকাল থেকেই শ্বাসকষ্ট। রাতে সব শেষ।

 

 

নির্মলার বিখ্যাত গানগুলির মধ্যে অন্যতম— এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না, সেই একজন দিও না তাকে মন, আবেশে মুখ রেখে, বলো তো আরশি তুমি, আমি তো তোমার হাসি কান্নার চিরদিনের সাথী, কাগজের ফুল বলে, ও তোতা পাখি রে…

১৯৩৮ সালে বর্তমান দক্ষিণ ২৪ পরগণা জেলায় জন্ম। বাবা ছিলেন পন্ডিত মোহিনীমোহন মিশ্র, মা ভবানী দেবী।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শিকল খুলে ” সুরলোকে যাত্রা করলেন কিংবদন্তি শিল্পী নির্মলা মিশ্র

আপডেট : ৩১ জুলাই ২০২২, রবিবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ ” ও তোতা পাখি রে শিকল খুলে উড়িয়ে দেব, আমার মা কে যদি এনে দাও” এই গান শুনে চোখ ভেজেনি বাংলায় বোধহয় এমন সঙ্গীত অনুরাগী নেই। সেই গানের শিল্পী এবার নিজেই যাত্রা করলেন না ফেরার দেশে। শনিবার রাত ১২ টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র। নিজের দক্ষিণ কলকাতার চেতলার বাড়িতেই তিনি প্রয়াত হন।

রাতে তাঁর দেহ ছিল সার্দার্ন আ্যভিনিউয়ের নার্সিংহোমে। আজ সকাল ১০ টায় সবার শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে দেহ নিয়ে যাওয়া হবে রবীন্দ্রসদনে। সেখানথেকে ক্যাওড়াতলা মহাশ্মশানে হবে শেষকৃত্য।

নির্মলার পুত্র শুভদীপ দাশগুপ্ত জানিয়েছেন, পরিবারের সকলের চোখের সামনেই শিল্পী প্রয়াত হন। তাঁর কথায়, ‘‘চোখের সামনেই মা চলে গেল। ২০১৫-তে সেরিব্রাল অ্যাটাক হয়। তার পর থেকেই শরীরের একটা পাশে পক্ষাঘাত। সব সময় বিছানায় শুয়েই থাকতেন। ২০১৮ থেকে ২২ বারংবার হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তিনবার হৃদরোগে আক্রান্ত হন। শনিবার সব শেষ হয়ে গেল।”

প্রয়াতশিল্পীর ছায়াসঙ্গী চিকিৎসক ছিলেন
কৌশিক চক্রবর্তী তিনি বলেন গত পাঁচবছরে বারবার অসুস্থ হয়েছেন। হাসপাতালে ভর্তি করতে হয়েছে। গত বৃহস্পতিবার থেকেই শরীর টা খারাপ ছিল। রক্তচাপ নিয়ন্ত্রণে ছিল না। তাও হাসপাতালে যেতে চাননি। শনিবার সকাল থেকেই শ্বাসকষ্ট। রাতে সব শেষ।

 

 

নির্মলার বিখ্যাত গানগুলির মধ্যে অন্যতম— এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না, সেই একজন দিও না তাকে মন, আবেশে মুখ রেখে, বলো তো আরশি তুমি, আমি তো তোমার হাসি কান্নার চিরদিনের সাথী, কাগজের ফুল বলে, ও তোতা পাখি রে…

১৯৩৮ সালে বর্তমান দক্ষিণ ২৪ পরগণা জেলায় জন্ম। বাবা ছিলেন পন্ডিত মোহিনীমোহন মিশ্র, মা ভবানী দেবী।