পুবের কলম ওয়েবডেস্কঃ মুম্বই পুলিশের হাতে সোমবার রাতে গ্রেফতার হলেন বিশিষ্ট শিল্পপতি তথা বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজকুন্দ্রা। তাঁর বিরুদ্ধে পর্ণ ফিল্ম বানানোর অভিযোগ রয়েছে। রাজ ছাড়াও আরও ৯ জনকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।
মুম্বই পুলিশের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘পর্নোগ্রাফি সিনেমা তৈরি এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে তা প্রকাশ করা নিয়ে গত ফেব্রুয়ারিতে একটি মামলা দায়ের করেছিল ক্রাইম ব্রাঞ্চ। তদন্তের পর আমরা রাজ কুন্দ্রাকে গ্রেফতার করেছি। যিনি এই মামলায় মূল ষড়যন্ত্রকারী বলে মনে করা হচ্ছে। সেই মামলায় আমাদের কাছে পর্যাপ্ত তথ্য আছে।’
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সোমবার কুন্দ্রাকে ডেকে পাঠায় মুম্বই পুলিশের প্রপার্টি সেল। রাত আটটা নাগাদ তিনি হাজিরা দেন। জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, রাজ কুন্দ্রা দাবি করেছেন, তিনি কোনও অন্যায় কাজ করেননি। এই দাবি করে তিনি এই মামলায় আগাম জামিন চেয়েছেন। তবে অশ্লীলতার অভিযোগ শিল্পা শেট্টির স্বামীর বিরুদ্ধে এই প্রথম উঠল, তা নয়। জুন মাসেও, রাজ কুন্দ্রার বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ উঠেছিল সাইবার অপরাধের শাখার আওতায়। ২০২০ সালের নভেম্বরে ১৪ টি ওটিটি প্ল্যাটফর্ম এবং ওয়েব পোর্টালের বিরুদ্ধে অশ্লীল বিষয়বস্তু প্রদর্শনের বিষয়ে একটি নিবন্ধিত এফআইআর হয়েছিল। সেই মামলাতেও রাজ আগাম জামিন নিয়েছিলেন।
ব্রেকিং
- বাবাসাহেব আম্বেদকরকে অপমান রাজ্যজুড়ে প্রতিবাদে ২৩ ডিসেম্বর নামছে তৃণমূল কংগ্রেস
- বিধানসভার নির্বাচনের আগে ‘দীক্ষা’ ও ‘আলাপচারিতা’ কর্মসূচি তৃণমূলের
- অসমে ভোটার তালিকায় ব্যাপক অসংগতি, হাইকোর্টে যাচ্ছেন হাফিজ রশিদ
- বিনা বিচারে জেলযন্ত্রণা ও হতাশার ৪ বছর, উমর খালিদের দু-ফোঁটা স্বাধীনতা
- বিপুল পরিমাণ চাকরি ছাঁটাইয়ের সিদ্ধান্ত টেক জায়ান্ট গুগলের
- মিলন উৎসবের জব-ফেয়ারে আবেদনের সময়সীমা বৃদ্ধি
- ডিএমই-র যুগ্ম ডিরেক্টর পদে মুদাসসর মোল্লা
- আলিয়া হবে আন্তর্জাতিক মানের, একান্ত সাক্ষাৎকারে জানালেন নয়া উপাচার্য ডঃ রফিকুল
- রহস্যময় পার্সেল! বাক্স খুলতেই মিলল পচাগলা মৃতদেহ
- মুম্বইয়ে লঞ্চ ডুবির ঘটনায় মৃত বেড়ে ১৪, জারি তল্লাশি
- এবার ভাঙা হল এমপি জিয়াউরের বাড়ি, সঙ্গে ১.৯১ কোটি টাকা জরিমানা
- শেষ দিনেও তপ্ত সংসদ ‘এক দেশ, এক ভোট’ বিল জেপিসিতেই