পুবের কলম, ওয়েবডেস্কঃ বৃষ্টি ভেজা সকালে সার্বিক কোভিড প্রটোকল মেনে শুরু হল সংসদের বাদল অধিবেশন। চলবে আগামী ১৩ অগাস্ট পর্যন্ত। বিরোধীদের সরকারকে প্রশ্ন করার পাশাপাশি যাতে অধিবেশন ঠিক মত চলে এবং কেন্দ্রের শাসকদলের সাংসদ তথা মন্ত্রীরা জবাব দিতে পারেন তার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে লাগাতার বেড়ে চলেছে পেট্রোপণ্যের দাম। এই অবস্থায় রাজ্যে রাজপথে নেমে ইতিমধ্যেই কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।
বাদল অধিবেশন শুরুর আগে সাইকেল চালিয়ে এসে পেট্রো পণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এবার অভিনব প্রতিবাদ জানালেন তৃণমূল সাংসদরা।
সাইকেলে চড়ে সংসদে পৌঁছতে দেখা যায় ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অর্পিতা ঘোষ, শান্তনু সেন, নাদিমুল হক, আবীররঞ্জন বিশ্বাসদের। জানি গিয়েছে, তৃণমূলের অন্তত ৮ জন সাংসদ সাইকেল চালিয়ে সংসদে গেলেন আজ।