পুবের কলম প্রতিবেদক: পুরভোটের পর ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু ১৩ মার্চ খুন হন। যা নিয়ে বির্তক দেখা দিয়েছিল। কংগ্রেস অভিযোগ করেছিল- ক্ষমতা দখল করতেই শাসকদল তপনকে খুন করেছে। এবার সেই হত্যা মামলার তদন্ত সিবিআইকে দেওয়ার নির্দেশ দিল কলকাতা উচ্চ আদালত।
সোমবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। অবিলম্বে রাজ্য পুলিশের হাতে থাকা সব নথি সিবিআইয়ের হাতে তুলে দেওয়ারও কথা বলা হয়েছে। ফলে সিট-এর কাছে যা তথ্য আছে তা সিবিআইকে দিতে হবে।
আদালত সূত্রে জানা গিয়েছে, তপন খুনের অভিযোগকারী এবং মানুষের মনে আস্থা ফেরানোর জন্যই সিবিআইয়ের হাতে তদন্তভার দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, মৃতের পরিবারের তরফে প্রথম থেকেই স্থানীয় থানার আইসির বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছিল। অভিযোগ, থানার আইসি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছিলেন। অভিযোগ উঠছে, মামলার চূড়ান্ত রিপোর্ট আসার আগেই আইসিকে ক্লিনচিট দেওয়া হচ্ছে। জেলার পুলিশ সুপার তদন্ত শেষ হওয়ার আগেই পুলিশকে ক্লিনচিট দেওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ। এই পরিস্থিতিতে তপন কান্দুর হত্যা মামলা সিবিআইকে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আগামী ৪৫ দিনের মধ্যে তদন্ত সংক্রান্ত প্রাথমিক রিপোর্ট আদালতে জমা করতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার কলকাতা হাইকোর্টের তরফে আরও বলা হয়েছে, তদন্তের এই পর্যায়ে রাজ্য পুলিশের তরফে কোনও অস্বচ্ছতা বা গাফিলতি রয়েছে, এমনটা মনে হচ্ছে না। কিন্তু যেহেতু পুলিশের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাই মানুষের মনে আস্থা ফেরানোর জন্যই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে আদালতের নির্দেশের খুশি মৃতের পরিবার। তাঁদের আশা- সিবিআই তদন্ত করলে দোষীরা ধরা পড়বে, বিচার পাওয়া যাবে। তপনের স্ত্রী আরও বলেন, সিবিআইয়ের হাতে ধরা পড়বেন থানার আইসি।