পুবের কলম, ওয়েবডেস্ক: মুম্বইয়ের প্রমোদতরীতে মাদক কাণ্ডে শাহরুখপুত্র আরিয়ান খানকে নিয়ে সরগরম ছিল রাজ্য-রাজনীতি। সোশ্যাল মিডিয়াতেও দীর্ঘদিন চর্চায় থেকেছে এই আরিয়ান কাণ্ড। এবার ফের মামলা অন্যদিকে মোড় নিল। মৃত্যু হল শাহরুখপুত্র আরিয়ান খান মাদক মামলার অন্যতম সাক্ষী প্রভাকর সেইলের। প্রভাকরের এই আচমকা মৃত্যুর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রভাকরের আইনজীবী তুষার খান্ডারে জানান, শুক্রবার মুম্বইয়ের চেম্বুরের মাহুল এলাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রভাকরের মৃত্যু হয়।
আরিয়ানের দেহরক্ষী বাহিনীর প্রধান কিরণ গোসাভির দলের সদস্য প্রভাকর। কয়েক মাস আগে তিনি অভিযোগ করেন, প্রমোদতরী কাণ্ডে আরিয়ানের বিরুদ্ধে বয়ান দেওয়ার জন্য এনসিবি-র তরফে ঘুষ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়! এনসিবি-র আধিকারিক ফোনে গোসাভিকে ওই প্রস্তাব দিয়েছিলেন। শাহরুখের থেকে ২৫ কোটি টাকা আদায়ের ষড়যন্ত্র করা হয়েছিল বলে অভিযোগ।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর মাসে মুম্বই থেকে গোয়াগামী এক প্রমোদতরীতে হানা দিয়ে আরিয়ান খানকে গ্রেফতার করেন এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ে। সেই ঘটনায় আটক হন আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচা-সহ ৭ জন।
এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ে নামেই ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। আরিয়ান মামলার অন্যতম সাক্ষী কেপি গোসাভি-র বডি গার্ড হিসেবে নিজেকে দাবি করেছেন প্রভাকর সেইল। সঙ্গে অভিযোগ করেছেন, তাঁর কানে আসে কেপি গোসাভির কথা, যেখানে সে আরিয়ান মামলায় ১৮ কোটি ঘুষ নেওয়ার কথা বলছিলেন। যার একটা বড় ভাগ যাবে সমীর ওয়াংখেড়ের কাছে।
প্রভাকর সেইলের আইনজীবী তুষার খাণ্ডারে জানিয়েছে, শুক্রবার মুম্বইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সেইলের। তবে এই মৃত্যুর পিছনে কোনও ষড়যন্ত্র নেই বলেই দাবি করেছে প্রভাকরের পরিবার।