পুবের কলম ওয়েবডেস্কঃ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর সঙ্গে সাক্ষাৎ করলেন সিপিএমের সদ্য নির্বাচিত রাজ্য সম্পাদক মুহাম্মদ সেলিম। রবিবার রাতে সেলিম বুদ্ধবাবুর পাম আ্যভিনিউর বাড়িতে যান।সূত্রের খবর বগটুই থেকে শুরু করে সাম্প্রতিক নানা ইস্যুতে তাঁদের মধ্যে কথা হয়। রাজ্য সম্পাদক হওয়ার পর এই প্রথম প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে গেলেন সেলিম।
বগটুইয়ের অগ্নিকাণ্ডে আটজনের মৃত্যুর পাশাপাশি দু’জনের মধ্যে বর্তমান রাজ্য রাজনীতি এবং দলীয় সম্মেলন নিয়ে আলোচনা হয় বলে আলিমুদ্দিন সূত্রে খবর। রাজ্য সম্পাদক নির্বাচিত হওয়ার জন্য সেলিমকে শুভেচ্ছা জানান বুদ্ধদেব ভট্টাচার্য।
এপ্রিলের শুরুতেই কেরলের কান্নুরে হবে পার্টি কংগ্রেস। গত তিনটি পার্টি কংগ্রেসে শারীরিক অসুস্থতার জন্য উপস্থিত থাকতে পারেননি বুদ্ধবাবু। তবে প্রতিবার পাঠান শুভেচ্ছাপত্র। এবারেও তাঁর যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীন। তবে শুভেচ্ছা পত্র দেওয়ার অনুরোধ করেছেন সেলিম। বলে আলিমুদ্দিন সূত্রে জানা যাচ্ছে।