কলকাতাSaturday, 26 March 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ

হোম সেন্টারে উচ্চ মাধ্যমিক কড়া নির্দেশিকা সংসদের

mtik
March 26, 2022 3:26 pm
Link Copied!

পুবের কলম প্রতিবেদকঃ হোম সেন্টারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে স্কুলগুলিকে কড়া নির্দেশিকা পাঠালো সংসদ। শুক্রবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এক নির্দেশিকায় স্কুলগুলিকে জানিয়েছে, উচ্চমাধ্যমিকের যে বিষয়ের পরীক্ষা যে দিন হবে, ওইদিন সেই বিষয়ের সঙ্গে যুক্ত কোন শিক্ষক-শিক্ষিকা পরীক্ষা কেন্দ্রে নজরদারির দায়িত্বে থাকতে পারবেন না। এ প্রসঙ্গে এদিন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, হোম সেন্টারে পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষা যাতে সঠিকভাবে পরিচালিত হয় তার জন্যই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যেই এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে স্কুলগুলিকে। এবার এই প্রথম উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ হোম সেন্টারে উচ্চমাধ্যমিক নিচ্ছে। সাড়ে ছয় হাজারের বেশি পরীক্ষা কেন্দ্রে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। হোম সেন্টারে পরীক্ষা হওয়ার জন্য স্পেশাল অবজার্ভার রাখা হবে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে। সংসদ সূত্রের খবর, মূলত স্পেশাল অবজার্ভার যাতে সরকারি আধিকারিক হয়, তা নিশ্চিত করার জন্য উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফেও প্রতিটি জেলার জেলাশাসককে ই মেল করা হচ্ছে। আগামী ২ এপ্রিল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ২৬ এপ্রিল পর্যন্ত।