পুবের কলম, ওয়েবডেস্কঃ ফের রাজ্য-জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। ফলে শনি-রবিবার ফের বৃষ্টিপাতের সম্ভাবনা। পূবালী হাওয়ার কারণে হাওয়ায় বেড়েছে জলীয় বাষ্প। তার ফলে বেড়েছে তাপমাত্রা। আর্দ্রতা জনিত কারণে অস্বস্তি বেড়েছে। বৃহস্পতিবার বিকেল থেকেই আবহাওয়ার পরিবর্তন শুরু হয়েছে।
শুক্রবার সকালে সামান্য মেঘলা আকাশ। বৃহস্পতিবার বিকেলে দেওয়া আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত মেঘাচ্ছন্ন থাকবে শহর কলকাতার আকাশ। বিকেলের দিকে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে।
উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পংয়েও হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস চলবে। বৃষ্টি বাড়তে পারে রবি সোমবার। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদের বৃষ্টির সম্ভাবনা বেশি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সিকিম থেকে ছত্তিশগড় অবধি বড়সড় পরিবর্তন হয়েছে অক্ষরেখার অবস্থানে। ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে ঢুকছে বাংলায়। যার ফলেই আবহাওয়ায় এই পরিবর্তন।