পুবের কলম প্রতিবেদক: সাধারণ আদালতে এমনিতেই জমে যাচ্ছে মামলার পাহাড়। তাই শুধুমাত্র মাদক মামলার জন্যে বিশেষ আদালত তৈরি করবে রাজ্য।
রাজ্যের ২ জেলা বিশেষ করে মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনায় মাদক মামলার পাহাড় জমে রয়েছে। সেই চাপ কমাতে এবং বিচার প্রক্রিয়াকে তরান্বিত করতেই ব্যবস্থা নেওয়া হবে। জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলায় মাদক সংক্রান্ত মামলা রয়েছে ২২৮৪ টি, অন্যদিকে উত্তর ২৪ পরগনা ২০১২ মামলা অমিমাংসিত হয়ে পড়ে রয়েছে।
এছাড়াও মালদহ-সহ একাধিক জেলায় বিচারাধীন বহু মাদক মামলা রয়েছে। তাই রাজ্যের এজি প্রস্তাব দিয়েছেন ৬ সপ্তাহের মধ্যে শুধুমাত্র মাদক মামলার জন্য নির্দিষ্ট আদালত গড়া হবে। সূত্রের খবর, অর্থের অভাবে সময়মত বিশেষ মাদক মামলার আদালত তৈরিতে দেরি হচ্ছিল। তবে এবার নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন। রাজ্য এবার ৬ সপ্তাহের মধ্যেই আদালত গড়বে।
কলকাতা হাইকোর্টের নির্দেশ আগামী ৬ সপ্তাহের মধ্যে রাজ্যে শুধুমাত্র মাদক মামলার জন্য আদালত গড়তে হবে। ২০০০-র বেশি মাদক মামলা জমে রয়েছে যে দুই জেলায়, সেখানে ৩ টি আদালত এবং ৫০০-র বেশি মামলা যে-সমস্ত জেলায় বিচারাধীন সেখানে ২ টি শুধুমাত্র মাদক মামলার আদালত গড়তে হবে। মাদক মামলার দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করতে হবে বলেও রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে। সেই মোতাবেক ব্যবস্থা নিচ্ছে রাজ্য।