কলকাতাMonday, 21 March 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

মমতার বিমান বিভ্রাটঃ কেন্দ্রের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের, ২ সপ্তাহের মধ্যে জবাব দিতে নির্দেশ

mtik
March 21, 2022 7:20 pm
Link Copied!

পুবের কলম প্রতিবেদক: উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে সেখানে সমাজবাদী পার্টির হয়ে ভোট প্রচারে যান বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ফেরার পথে বিমান বিভ্রাট হয়। যা নিয়ে বির্তক দেখা দিয়েছে।  শুধু তাই নয়, বিষয়টি কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে। এবার সেই মামলাতেই কেন্দ্রের জবাব চাইল কলকাতা হাইকোর্ট।  আগামী দুই সপ্তাহের মধ্যেই কেন্দ্রকে জবাব দিতে হবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান বিভ্রাট নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলার সোমবার ছিল শুনানি। সেখানে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হয়, তা নিয়ে কেন্দ্রকে অবস্থান জানাতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী দু’সপ্তাহের মধ্যেই নিজেদের অবস্থান জানাতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। জানা গিয়েছে, মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৫ এপ্রিল।

প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান বিভ্রাট নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন বিপ্লব কুমার চৌধুরী। তাঁর বক্তব্য- ২০১৬ সালেও একইভাবে বিভ্রাটের মুখে পড়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। এ নিয়ে অভিযোগও দায়ের হয়েছিল। মামলাকারীর দাবি, সেই অভিযোগের যথাযথ তদন্ত হয়নি। এর মধ্যে আবার দ্বিতীয়বার একই ঘটনা। এভাবে দু’বার বিমান বিভ্রাটের ঘটনায় কোথাও কোনও ষড়যন্ত্র রয়েছে কি না তাও খতিয়ে দেখা দরকার, এমনটাই দাবি মামলাকারীর। তাঁর আরও আর্জি- ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ জানাক, মুখ্যমন্ত্রীর সফরের ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হয়।

উল্লেখ্য, গত ৪ মার্চ উত্তরপ্রদেশের বারাণসী থেকে কলকাতা ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দেখা যায়, কলকাতায় বিমান অবতরণের আগে তা কাঁপতে শুরু করে। এক ধাক্কায় বিমান অনেকটাই নিচে নেমে আসে। সে সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন, তাঁর বিমানের সামনে অন্য একটি বিমান এসে পড়ায় সমস্যা তৈরি হয়। বিমান এতটাই কাঁপছিল যে কোমরে আঘাত পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়েই কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে।