পুবের কলম প্রতিবেদক: রাজ্যের সরকারি ও বেসরকারি অনুদানপ্রাপ্ত সব স্কুলের পোশাকের রং হবে নীল-সাদা। একইসঙ্গে প্রতিটি পোশাকের পকেটের উপর থাকবে ‘বিশ্ব বাংলার’ লোগো। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের লেটারহেডে এমনই একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যদিও এই নির্দেশিকা সম্পর্কে রাজ্য শিক্ষা দফতরের তরফে কোনও মৌখিক ঘোষণা হয়নি। এমনকি নবান্ন বা স্কুল শিক্ষা দফতর থেকে এই ধরনের কোনও বিজ্ঞপ্তির বিষয়ে কিছু জানানো হয়নি।
‘পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন’-র এর আওতায় শিক্ষা দফতরের তরফে সরকারি এবং সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলগুলোতে পোশাক ব্যাগ জুতো দেওয়া হয়। সেক্ষেত্রে সব স্কুলের এক রংয়ের পোশাক হলে সুবিধা হয়। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের লেটারহেডে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সমস্ত সরকারি স্কুল গুলোতে একই রঙের পোশাক হবে।
সেই পোশাকের রঙ হবে নীল ও সাদা। ছেলেদের জন্য প্রি-প্রাইমারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পোশাক হবে সাদা শার্ট এবং নেভি ব্লু প্যান্ট। মেয়েদের জন্য পোশাক হবে সাদা শার্ট ও নেভি ব্লু টিউনিক ফ্রক। এছাড়া সাদা বা নেভি ব্লু কামিজ। সালোয়ার হলে সেটাও নেভি ব্লু বা সাদা রঙের হবে।