পুবের কলম, ওয়েবডেস্কঃ টাকা নিয়ে বচসার জের। আর সেই কারণে তিলজলায় পর পর চলল গুলি। রিজেন্ট পার্কের পর তিলজলায় শনিবার সাত সকালেই কেঁপে উঠল গুলির আওয়াজে। পর পর চার রাউন্ড গুলি চলেছে এলাকায়। সেই সঙ্গে চলে বোমাবাজি।
গুলিবিদ্ধ হয়েছেন রাজু রায় নামে এক ব্যক্তি। আহত হন তাঁর বাবা। রাজু পেশায় একজন ট্যাক্সি চালক। ঘটনা ঘিরে আতঙ্কিত এলাকা। ঘটনাস্থল তিলজলার দাড়িখানা মোড়। এলাকা ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ একটি চপার উদ্ধার করেছে।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় দুষ্কৃতী তাণ্ডব বাড়ছে। কোনও উৎসবের আবহে এরা গোলমাল এরা এলাকায় সন্ত্রাস চালানো শুরু করে। অতিষ্ঠ সাধারণ মানুষ।
রাজুর পরিবারের দাবি, শুক্রবার রাতে স্থানীয় তিন যুবক রাজুর কাছে টাকা চায়। তা দিতে অস্বীকার করায় অভিযোগ, শনিবার সকালে রাজু তাঁর ভাইকে নিয়ে বাজার করে ফেরার সময় ওই তিন যুবক-সহ মোট পাঁচজন আচমকা রাজুর উপর হামলা করেন। রাজুকে প্রথমে চপার দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। রাজু পালানোর চেষ্টা করতে চালানো হয় গুলি।
পুলিশ সূত্রে খবর, হামলাকারীদের বিরুদ্ধে সমাজবিরোধী কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। ঘটনায় আক্রান্ত হন রাজুর বাবাও। বাবা ও ছেলেকে দু’টি পৃথক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয়দের অভিযোগ, জনৈক জীবৎ রায় ও তাঁর ভাইদের কাজকর্মে তাঁরা অতিষ্ঠ। এঁরা সবাই আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরেন বলে অভিযোগ। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক অপরাধের মামলা রয়েছে বলে জানাচ্ছেন তাঁরা।