কলকাতাFriday, 18 March 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

SSC: সিবিআই তদন্তে স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি

mtik
March 18, 2022 11:49 am
Link Copied!

পুবের কলম প্রতিবেদক: স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। পরে ডিভিশন বেঞ্চ অবশ্য তার উপর স্থগিতাদেশ দেয়। এবার সেই স্থগিতাদেশের মেয়াদ বাড়াল হাইকোর্ট।

বৃহস্পতিবার আদালত জানিয়েছে, আগামী ২১ এপ্রিল পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে। এ দিন কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে ছিল  স্কুল সার্ভিস কমিশন নিয়ে মামলার শুনানি।

আদালতে ইতিহাস ও বাংলার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ নিয়ে মামলা চলছে। সে ব্যাপারেই সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। তার প্রেক্ষিতে স্থগিতাদেশ দেয় আদালতের ডিভিশন বেঞ্চ।

বৃহস্পতিবার নতুন করে তার মেয়াদ বাড়ানো হয়েছে। জানা গিয়েছে, সিবিআই অনুসন্ধানের উপর স্থগিতাদেশ জারি থাকবে ২১ এপ্রিল পর্যন্ত। মামলার পরবর্তী শুনানি হবে ১১ এপ্রিল।