পুবের কলম প্রতিবেদক: ইতিমধ্যেই আসানসোলে চলচ্চিত্র অভিনেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শত্রুঘ্ন সিনহাকে আগেই প্রার্থী করার কথা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই তার সমর্থনে আসানসোল জুড়ে দেওয়াল লেখা শুরু হয়ে গিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী রবিবার থেকেই প্রচারের ময়দানে দেখা যেতে পারে এই বলিউড অভিনেতাকে। শুধু তিনিই নন, তার সঙ্গে প্রচারে যোগ দিতে পারেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। রাজ্য তৃণমূল কংগ্রেস সূত্রে মঙ্গলবার এই খবর জানা গিয়েছে। যতদূর জানা যাচ্ছে, ঐদিন আসানসোল রবীন্দ্রভবনে কর্মিসভা করবেন তিনি।
ইতিমধ্যেই আসানসোলজুড়ে তাকে ঘিরে একটা বহিরাগত তত্ত্ব মাথাচাড়া দিয়ে উঠেছে। গত বিধানসভা নির্বাচনে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে বহিরাগত তকমা দিয়েছিল তৃণমূল। এবার সে কথাই স্মরণ করিয়ে দিয়ে শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে জোরালো প্রচার শুরু করতে চায় পদ্ম শিবির। ঠিক তখন শত্রুঘ্ন সিনহা চাইছেন ওই এলাকায় পড়ে থেকে বহিরাগত এই আক্রমণ সামলাতে। ইতিমধ্যেই আসানসোলের ভোটে দায়িত্বে থাকা রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন এই আসনে শত্রুঘ্ন সিনহার জয় শুধু সময়ের অপেক্ষা। তিনি এও জানিয়েছেন মধ্যেই প্রার্থী এবং তার কন্যার থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে। এক্ষেত্রে জানা যাচ্ছে বার হয়ে প্রচারের জন্য বাড়তি সময় আসানসোলে কাটাতে পারেন সোনাক্ষী।