কৌশিক সালুই, বীরভূমঃ এবার চারচাকা গাড়ি চালানো শিখতে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত হলেন ‘বাদাম কাকু ভুবন বাদ্যকর’। মঙ্গলবার সন্ধ্যায় তিনি তার বীরভূমের দুবরাজপুরের কুড়ালজুড়ি গ্রামের বাড়িতে এই দুর্ঘটনার কবলে পড়েন। আঘাতপ্রাপ্ত অবস্থায় তাকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। যদিও ভোরবেলায় তাকে উন্নত চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
কাঁচা বাদাম গানের জন্য রীতিমতো তিনি এখন সেলিব্রিটি। ধীরে ধীরে তার দারিদ্রতা ঘুচতে চলেছে। গানের রেকর্ডিং, বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে অর্থ উপার্জন হচ্ছে ভালো তার। তিনি এখন নিজেকে সেলিব্রিটি দাবি করতে শুরু করেছেন। আর তাতে ইচ্ছা হলে একটি চারচাকা গাড়ি কেনার। সেইমতো তিনি একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে ফেললেন। সেই গাড়ি চালাতে গিয়ে ঘটল বিপত্তি।
এর আগে বাইক চালালেও চারচাকা গাড়ি চালানোর অভিজ্ঞতা ছিল না তাঁর। আর সেই অনভিজ্ঞতা হল কাল। চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন। বুকেও মুখে লাগল চোট।
পরিবার ও প্রতিবেশীরা তৎক্ষণাৎ তাকে চিকিৎসার জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করলেন মঙ্গলবার রাত্রিতে। উন্নত চিকিৎসার জন্য বুধবার ভোর বেলায় তাকে সিউড়ি থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেওয়া হয়।
ভুবন বাদ্যকর বলেন,”গাড়ি চালাতে গিয়ে বিপত্তি। বুকেও মুখে আঘাত লেগেছে”।