পুবের কলম প্রতিবেদকঃ আনিস খান ইস্যুতে চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানাল জামাআতে ইসলামি হিন্দ। প্রসঙ্গত, আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা আনিস খানকে ১৯ ফেব্রুয়ারি রাতের অন্ধকারে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়। আনিস খান বিভিন্ন সামাজিক কাজে যুক্ত ছিলেন। একজন প্রতিবাদী মুখ ছিলেন আনিস। এ নিয়ে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে জামাআত। তাতে দাবি করা হয়েছে, আনিস খানের হত্যাকাণ্ডে যে পুলিশ প্রশাসন যুক্ত ছিল সেটা প্রকাশ্যেই এসেছে।
জামাআতে ইসলামি হিন্দের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি মাওলানা আধুর রফিক এই ঘটনাকে হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন। তিনি এক বিবৃততে জানান, পুলিশ প্রশাসনের যোগসাজশের মাধ্যমে এই হত্যাকাণ্ড অত্যন্ত লজ্জাজনক ও উদ্বেগজনক। জামাআতের আমীরে হালকা মাওলানা আধুর রফিক আরও জানান, অবিলম্বে এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা ও প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে অপরাধীর শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী এই ঘটনায় যে পদক্ষেপ গ্রহণ করেছেন তাকে স্বাগত জানাচ্ছি। কিন্তু এই পদক্ষেপ যথেষ্ট নয় বরং ইতিবাচক মনোভাব পোষণ করে দ্রুত আসল অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।
চলমান ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন প্রকাশ করে জামাআতের সভাপতি বলেন, রাজপথে ও রাজ্যজুড়ে ছাত্রছাত্রীদের আন্দোলনকে কুর্নিশ জানাই। গোটা বাংলার মানুষ বাংলার আন্দোলনকারীরা শিক্ষার্থীদের পাশে রয়েছে। তিনি আন্দোলনকারী ছাত্রছাত্রীদের উপর পুলিশের লাঠিচার্জের কঠোর সমালোচনা করেন। আধুর রফিক পুলিশের লাঠিচার্জ ও ছাত্রছাত্রীদের গ্রেফতারকে গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার ষড়যন্ত্র বলে উল্লেখ করেন। আনিস খান সহ বিভিন্ন সময়ে মবলিঞ্চিংয়ের মাধ্যমে নিহতদের ন্যায়বিচার পাওয়ার জন্য লাগাতার ও ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য সবাইকে তিনি আহ্বান জানান।