পুবের কলম প্রতিবেদকঃ আকাশ পরিষ্কার হতেই উত্তরে হওয়ার দাপট শুরু হয়েছে বঙ্গ জুড়ে। রবিবার ছিল জানুয়ারির শীতলতম দিন। শেষ ২৪ ঘণ্টায় এক ধাক্কায় তিন ডিগ্রি নেমেছে পারদ। আগামী কয়েকদিন পরিষ্কার আকাশ। বুধবার থেকে বাড়বে তাপমাত্রা। সপ্তাহ শেষে সরস্বতী পুজোয় রাজ্যজুড়ে ফের রয়েছে বৃষ্টির আশঙ্কা রয়েছে। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৩ শতাংশ।
আবহাওয়া দফতর জানিয়েছে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে। ২ ফেব্রুয়ারির আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। জোড়া পশ্চিমী ঝঞ্ঝার আবহাওয়ার পরিবর্তন হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। তামিলনাড়ুর উপরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। তবে আপাতত বঙ্গ থেকে বিদায় নিয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। বইছে উত্তুরে হাওয়াও। কলকাতার আকাশে ভোরের দিকে কুয়াশা থাকলেও বেলায় তা কেটে যাচ্ছে। কিন্তু, শীতের এই সুখ বেশিদিন স্থায়ী হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গে মূলত মেঘমুক্ত পরিষ্কার আকাশ দেখা যাবে। রাতের তাপমাত্রা স্বাভাবিক এর নিচে থাকবে। এই আমেজ থাকবে মঙ্গলবার পর্যন্ত। বুধবার থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। এরসঙ্গেই শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গেও রবিবার থেকে পরিষ্কার আকাশ দেখা যাবে। আগামী কয়েকদিন স্বাভাবিকের নিচেই থাকবে পারদ। মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়বে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং-এ। শুক্র এবং শনিবার দার্জিলিং সহ উপরের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে।