পুবের কলম প্রতিবেদক: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে যাতে সমস্যা না হয়। সেই ব্যাপারে রাজ্য সরকার ও সিআইএসএফকে সবটা খতিয়ে দেখতে হবে। তাই যৌথ হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে একটি মামলার শুনানি ছিল। সেখানেই হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ দেন– রাজ্যের বিরোধী দলনেতার নিরাপত্তা নিয়ে সরকার এবং সিআইএসএফকে যৌথ বৈঠক করে সিদ্ধান্ত নিতে হবে। এর জন্য রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে বিভিন্ন দফতরের সঙ্গে কথা বলবেন– এমনই নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি।
জানা গিয়েছে– বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে কী কী পদক্ষেপ করা যায়– তা-ই হলফনামার মাধ্যমে আদালতকে জানাতে হবে। রাজ্য সরকার ও সিআইএসএফ যৌথ বৈঠক করেই মতামত জানাবে। একইসঙ্গে শুভেন্দুর আইনজীবীর যদি কোনও প্রস্তাব বা বক্তব্য থাকে– সেই বিষয়টিও রাজ্য সরকারকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে– মামলার পরবর্তী শুনানি হবে ১৪ ফেব্রুয়ারি। পরবর্তী শুনানির আগেই রাজ্য সরকার ও সিআইএসএফকে আদালতে হলফনামা দাখিল করতে হবে।