পুবের কলম প্রতিবেদক: এর আগে দু’বার করোনা আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসার পর পুরোপুরি সুস্থও হয়ে উঠেছিলেন। তারপর ফের করোনা আক্রান্ত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী– আসানসোলের বিজেপি সাংসদ তথা বর্তমান তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়।
জানা গিয়েছে– সপরিবার করোনায় আক্রান্ত হয়েছে বাবুল। তাঁর স্ত্রী– বাবা এবং বাড়ির কয়েকজন কর্মীর শরীরে মিলেছে করোনা ভাইরাস। তিনি নিজেই ট্যুইট করে এই খবর জানিয়েছেন। একইসঙ্গে তাঁর আর্জি– এই মুহূর্তে করোনা চিকিৎসায় যে ককটেল থেরাপি প্রয়োগ করা হচ্ছে– তার খরচ কমানো হোক। তিনি কেন্দ্রের কাছে এমনই আবেদন জানিয়েছেন।
Me, my wife, Dad, multiple staff, hv all tested positive, but my concern is the superhigh Rs.61000/- price of the Cocktail jab that needs to be given SOS to seriously ill #COVID19 patients•Dad who is 84, needed the jab SOS & I hv to buy it on-the-spot• Hw can the EWS afford it?
— Babul Supriyo (@SuPriyoBabul) January 4, 2022
প্রসঙ্গত, করোনা তৃতীয় ঢেউয়ের ধাক্কায় কাবু বহু মানুষ। দেশে রোজই হু-হু করে সংক্রামিতের সংখ্যা বাড়ছে। এরই মধ্যে নয়া স্ট্রেন ওমিক্রন চোখ রাঙাচ্ছে। গত কয়েকদিনে রাজ্যের বহু বিশিষ্টব্যক্তির শরীরে করোনা সংক্রমণ দেখা দিয়েছে।
এ দিনই বাংলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক লক্ষ্মীরতন শুক্লার করোনা আক্রান্ত হওয়ার খবর এসেছে। যা নিয়ে চিন্তায় চিকিৎসকমহল। পুলিশ থেকে শুরু করে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের এমন গণহারে করোনা আক্রান্ত হওয়া নিয়ে চিন্তিত সব মহল। ককটেল থেরাপিতে কাজ হচ্ছে, তবে খরচ বেশি। তাই বিশেষ আর্জি জানিয়েছেন বাবুল।