পুবের কলম ওয়েবডেস্কঃ একব্যক্তি নিজের তাঁর নিজের নামে যতখুশি সিম তুলে ব্যবহার করতে পারবেননা। খুব সম্প্রতি কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক এই মর্মে নির্দেশ জারি করেছে। কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক তাদের সাম্প্রতিক নির্দেশে জানিয়েছে ভারতের নাগরিকরা একসঙ্গে কমপক্ষে ৯টি নম্বর ব্যবহার করতে পারবেন , কিন্তু অসম, উত্ত্র- পূর্বাঞ্চলের রাজ্যগুলি এবং জম্মু-কাশ্মীরের ক্ষেত্রে এই সংখ্যা ৬ তে বেঁধে দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক আরও জানিয়েছে দেশের প্রতিটি ব্যক্তির মোবাইল ডেটা খতিয়ে দেখবে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক। যদি দেখা যায় কোন ব্যক্তি এই নির্দেশ কে মান্যতা দিচ্ছেননা তখন বন্ধ করে দেওয়া হবে সেই গ্রাহকের ওই অতিরিক্ত মোবাইল নাম্বার। যদিও এখনও দেশে এক নম্বর ব্যক্তি নীতি চালু হয়নি।
কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক তাদের নির্দেশিকায় আরও জানিয়েছে যে গ্রাহক আন্তর্জাতিক রোমিংয়ে আছেন বা শারীরিক অক্ষমতা বা হাসপাতালে ভর্তি আছেন, তার ক্ষেত্রে অতিরিক্ত ৩০ দিন সময় প্রদান করা হয়েছে। কিন্তু কেন কেন্দ্রীয় সরকার এই সিন্ধান্ত নিল।ওয়াকিবহাল মহলের মতে একাধিক সিম কার্ড ব্যবহার করে আর্থিক প্রতারণা থেকে শুরু করে নানা অপরাধমূলক কাজ করা হচ্ছে।
সেই কারণে এই কড়া পদক্ষেপ নিচ্ছে টেলিকম মন্ত্রক। ইতিমধ্যেই দেশের বিভিন্ন মোবাইল সার্ভিস প্রোভাইডারকে এই মর্মে নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক। অতিরিক্ত সিম চিহ্নিত হলে সেটির আউটগোয়িং ও নেট পরিষেবা বন্ধ করা হবে ৩০ দিনের মধ্যে। ওই নম্বরে ইনকামিং কল পরিষেবা বন্ধ করে দেওয়া হবে ৪৫ দিনের মধ্যে। এর পরে গ্রাহক চাইলে সেই নম্বর ফের চালু করা যাবে কিন্তু সে ক্ষেত্রে এটা নিশ্চিত করতে হবে যে ঠিকানা অনুযায়ী তাঁর নামে নয় বা ছ’টির বেশি সিম নেই। চিহ্নিত নম্বরে পরিষেবা ফের চালুর জন্য ৭ ডিসেম্বরের পরের ৬০ দিনের মধ্যে কেউ যোগাযোগ না করলে সংশ্লিষ্ট নম্বরটি ডিঅ্যাক্টিভেট করে দিতে হবে।