পুবের কলম প্রতিবেদকঃ রাজ্যে শীতের আমেজ। নামছে পারদ। উত্তুরে হাওয়ার দাপট বাড়ল শনিবার থেকে। আগামী দুদিন কুয়াশার সতর্কতা রয়েছে। সামনের সপ্তাহেই শহরে ঠাণ্ডা পড়ার পূর্বাভাস। কলকাতার তাপমাত্রা ১৫ আশেপাশে ঘোরাফেরা করবে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে জলীযü বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৬ শতাংশ।
আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে শীতের আমেজ অনুভূত হবে সপ্তাহে শেষে। পূবালি হাওয়ার প্রভাব কমবে– বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। আগামী কযেüকদিন শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যে। উত্তরবঙ্গের জেলায় শীতের আমেজ ক্রমশ বাড়বে। শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গেও। আগামী কয়েকদিন তাপমাত্রার তারতম্যে জলীয়বাষ্প থাকায় কুয়াশা হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর– সপ্তাহান্তে কলকাতাসহ বেশ কিছু জেলায় স্বাভাবিকের থেকে নিচে নামতে পারে তাপমাত্রা। তবে জাঁকিয়ে শীত পড়তে আরও কিছুদিন সময় লাগবে। রাজ্যজুড়ে সোমবার পর্যন্ত থাকবে শীতের আমেজ। মঙ্গলবার থেকে ফের পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটি। ফলে কিছুটা চড়বে পারদ। ঝঞ্ঝা কাটলেই শীতের হাতছানি। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটলে আগামী সপ্তাহে বাধাহীন উত্তুরে হাওয়ায় ভর করে রাজ্যে ফিরতে পারে ঠান্ডার আমেজ।