পুবের কলম ওয়েবডেস্কঃ কেটে গিয়েছে নিম্নচাপের ধাক্কা, আগামী পাঁচদিনের মধ্যেই অনুভূত হবে জাঁকিয়ে শীত। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
একধাক্কায় কমবে চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা। মঙ্গলবার সকাল থেকেই অবশ্য শীতের আমেজ।কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে মূলত পরিষ্কার আকাশ থাকবে। ব্যতিক্রম হবে কেবল দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী অঞ্চল। এই দুই জেলায় আংশিক মেঘলাই থাকবে আকাশ। তবে এদিন থেকে ফের ভোরের দিকে শীত শীত অনুভূত হতে শুরু করেছে।
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ছয় ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৩ শতাংশ।
পুবালি হাওয়া ও নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ার ফলে শুষ্ক থাকবে আবহাওয়া।