পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লিতে শুরু হয়েছে বিধানসভা ভোটযুদ্ধের লড়াই। ভোট বৈতরণী পার করতে দিল্লিবাসীর কাছে অর্থ সাহায্য চাইলেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশি। ‘ক্রাউডফান্ডিং’-এ ভরসা করে ইতিমধ্যে অনলাইনে অর্থ সাহায্যের সুবিধা চালু করেছে আপ। রবিবার এক সাংবাদিক বৈঠক করে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, জনগণের অর্থ সাহায্য দরকার। অর্থ না পেলে ভোটে লড়াই করা সম্ভব হবে না। অতিশির কথায়, ‘মানুষ আমাদের দলের উপর আস্থা রেখেছে। আর সেই আস্থা থেকেই দলকে নির্বাচনে লড়তে অর্থনৈতিক সহযোগিতা জোগাবে জনগণ। আমাদের ৪০ লক্ষ টাকা আর্থিক সাহায্য দরকার।’
Read More: কর্নাটকের বেলাগাভিতে রাইফেল প্রশিক্ষণ, শ্রীরাম সেনার বিরুদ্ধে মামলা
দিল্লিবাসীকে আর্জি জানিয়ে তিনি বলেন, ‘আমার এই ক্রাউডফান্ডিং আপনাদের অংশগ্রহণ আমার কাম্য। এবং মানুষের কাছে এই অনলাইন লিঙ্কটি ছড়িয়ে দিন যাতে তারাও সাহায্য অংশগ্রহণ করতে পারে।’ তাঁর বিধায়ক থেকে মুখ্যমন্ত্রী হয়ে ওঠার পিছনে জনতার ভূমিকাকে কুর্নিশ জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।