উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: শনিবার বিকালে জয়নগর থানার দক্ষিন বারাশতের কুলপি রোড কার্যত অবরুদ্ধ হয়ে গেল।কারণ এদিন নিজের ছবির প্রচারে দক্ষিন বারাশতের মহামায়া সিনেমা হলে এসেছিল অভিনেতা তথা সাংসদ দেব অরফে দীপক অধিকারী।এই হলে দেব অভিনীত খাদান সিনেমার শো চলছে।আর সেই ছবির প্রচারে এদিন দেব এখানে আসেন।আর দেব আসার কয়েক ঘন্টা আগে থেকে রাস্তা কার্যত বন্ধ হয়ে পড়ে দেবের ভক্তদের চাপে।কয়েক হাজার মানুষ এদিন দেবকে সামনে থেকে দেখার জন্য ভীড় করেন।আর এদিন বারুইপুর এস ডি পি ও অতীশ বিশ্বাস,জয়নগর সি আই সুবীর ঢালি,জয়নগর থানার আই সি পার্থ সারথি পাল, বকুলতলা থানার ওসি প্রদীপ পাল সহ বারুইপুর পুলিশ জেলার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল এখানে। এদিন দেবের সঙ্গে দেখা করে দীর্ঘক্ষন কথা বলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস,জয়নগর ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস,জয়নগর ১ নং ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি তুহিন বিশ্বাস,দক্ষিন বারাশত গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়ন্তী দাস, মহামায়া সিনেমা হলের মালিক অমর চক্রবর্তী, অলোক চক্রবর্তী।এদিন দেব দর্শকদের উদ্দেশে কথা বলেন,ফুল ছোঁড়েন এবং তাঁর পাশে থাকার জন্য অভিনন্দন জানান।এদিন দেব তাঁর অভিনীত খাদান সিনেমার শো চলাকালীন হলের ভেতরে গিয়ে উপস্থিত দর্শকদের সাথে কথা বলেন। আর তাঁর আগামী ছবি বিনোদনী ও রঘু ডাকাত দেখার জন্য ও বলেন।আর এদিন দেবকে সামনে থেকে দেখতে পেয়ে খুশি দর্শক সহ তাঁর ভক্তরা।আর দক্ষিন বারাশতে এসে তাঁর এতো ভক্তদের দেখতে পেয়ে আপ্লুত হয়েছেন বলে তিনি জানালেন।
ব্রেকিং
- স্মার্ট ফোনের আব্দার পূরণ না হওয়ার অভিমানে আত্মঘাতী কৃষকের ছেলে
- মহিলাদের গর্ভবতী করতে পারলেই মিলবে লক্ষ লক্ষ টাকা, প্রতারণা চক্রের পর্দা ফাঁস
- খাদান সিনেমার প্রচারে দক্ষিন বারাশতে এসে আপ্লুত অভিনেতা দেব
- কলকাতায় ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের বৈঠক, পথ দেখাচ্ছেন মলয় পীট
- বাঘের কামড়ে আহত, ৬ মাস ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে বাড়ি ফিরলেন হরিপদ
- যৌন নিগ্রহের নৃশংস ঘটনা কেরলে, দলিত তরুণীকে একাধিকবার নির্যাতন
- রহস্যজনক মৃত্যু আপ বিধায়কের, তদন্তে পাঞ্জাব পুলিশ
- ওয়াকফ সম্পত্তি নিয়ে যোগীর মন্তব্য বিভ্রান্তিকর, ভুল: জমিয়ত উলেমা প্রধান
- গৌরী লঙ্কেশ খুনে শেষ অভিযুক্তও জামিন পেয়ে গেল
- অর্থনীতি নিয়ে উদ্বেগ, টাকার দামে বড় ধস
- ‘প্রকৃতির অভিশাপেই লস অ্যাঞ্জেলস ধ্বংসস্তূপ’: মেহেবুবা মুফতি
- ভুয়ো নথি দিয়ে তৈরি, ৭০-বেশি বেশি পাসপোর্টে লুক আউট নোটিস কেপির