পুবের কলম, ওয়েবডেস্ক: বাম শাসিত রাজ্য কেরলে এক দলিত তরুণীকে ৬৪ বার যৌন নিগ্রহের অভিযোগ। তরুণীর দাবি, পাঁচ বছরে একাধিকবার হেনস্থার শিকার হয়েছেন তিনি। মাঠে-ঘাটে-পথে সর্বত্র হেনস্থার শিকার হতে হয়েছে তাঁকে। ৬৪ জনের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ তুলেছেন তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতে পঠনমথিত্তা থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।
সূত্রের খবর, নির্যাতিতার গ্রামে সমীক্ষার কাজে গিয়েছিল একটি মহিলা-সুরক্ষা সংগঠন। তাদের কাছে যৌন নিগ্রহের নৃশংস ঘটনা তুলে ধরেন তিনি। ১৩ বছর বয়স থেকে নানাভাবে যৌন নির্যাতনের কথা তুলে ধরেন তরুণী। তার বক্তব্য, বর্তমানে তার বয়স আঠারো। প্রথমবার তার এক প্রতিবেশী পর্ন দেখিয়ে তাকে যৌন নিগ্রহ করে বলে অভিযোগ। এমনই নৃশংসতার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে কেরলে। ইতিমধ্যে ঘটনায় মামলা দায়ের করে দশ জনকে গ্রেফতার করেছে পঠনমথিত্তা থানার পুলিশ।
Read More: রহস্যজনক মৃত্যু আপ বিধায়কের, তদন্তে পাঞ্জাব পুলিশ
জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান এন রাজীব বলেন, ‘এটি অত্যন্ত গুরুতর ঘটনা। ১৩ বছর থেকেই মেয়েটি নানাভাবে যৌন নিগ্রহের শিকার হয়েছে। প্রশিক্ষণের নামে একাধিকবার যৌন হেনস্থা শিকার হয়ে সেই পথও ছেড়ে দিতে হয় তাকে। তার যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা হবে।’