চণ্ডীগড়, ১১ জানুয়ারি: রহস্যজনক মৃত্যু আপ বিধায়কের। শনিবার তাঁর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন গুরপ্রীত গোগি। খুন নাকি আত্মহত্যা! তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে আপ বিধায়কের মৃত্যু নিয়ে শুরু হয়েছে ধোঁয়াশা। সূত্রের খবর, এদিন রাতে ঘরে মাথায় গুলিবিদ্ধ হয়ে পড়ে ছিলেন ৫৮ বছর বয়সী আপ নেতা। পরিবারের লোকজন দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করে দ্রুত দয়ানন্দ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানেই আপ বিধায়ককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
Read More: ওয়াকফ সম্পত্তি নিয়ে যোগীর মন্তব্য বিভ্রান্তিকর, ভুল: জমিয়ত উলেমা প্রধান
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টের পরই স্পষ্ট হবে মৃত্যুর কারণ। তবে পুলিশের অনুমান, আত্মরক্ষার জন্য নিজের কাছে পিস্তল রাখতেন গোগি। গভীর রাতে ভুলবশত গুলি ছুটে যায় বিধায়কের পিস্তল থেকে। নিজের পিস্তল থেকে গুলি ছুটে মৃত্যু হয়েছে তাঁর। ডেপুটি পুলিশ কমিশনার জসকরণ সিং তেজা বলেন, “ঘটনাটি ঘটেছে মধ্যরাতে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।”