পুবের কলম প্রতিবেদকঃ ডিরেক্টরেট অফ মাদ্রাসা এডুকেশন (ডিএমই) দফতরের জয়েন্ট ডিরেক্টর পদে নিযুক্ত করা হল মুহাম্মদ মোদাসসের মোল্লাকে। তিনি ছিলেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা বিষয়ক দফতরের সিনিয়র ডেপুটি সেক্রেটারি। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন জেলায় সুনামের সঙ্গে কাজ করছেন। বিকাশভবনের ডিএমই দফতরে নিযুক্ত হয়েছেন তিনি। মাদ্রাসাগুলির পরিকাঠামো উন্নয়ন, শিক্ষা, শিক্ষক-পড়ুয়াদের সুযোগ-সুবিধা দেখভাল করে ডিএমই দফতর।
মালদা এবং হাওড়ার ডেপুটি ম্যাজিস্ট্রেটের পদ সামলেছেন তিনি। তারপরে মালদা এবং হাওড়ার ডোমা, সর্বশিক্ষা মিশনে দক্ষতার সঙ্গে কাজ করেছেন। এর আগে হুগলি, বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে বিডিও হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়া উত্তরবঙ্গের কোচবিহার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারেরও কাজ করেছেন। বসিরহাটের হাড়োয়ার বাসিন্দা মুহাম্মদ মোদাসসের মোল্লা। তিনি হাড়োয়ার বিভিন্ন শিক্ষামূলক কাজের সঙ্গেও যুক্ত রয়েছেন।
(খবরটি ‘পুবের কলম’ সংবাদপত্রের মুদ্রিত সংখ্যা থেকে নেওয়া)