পুবের কলম প্রতিবেদকঃ দিনের কর্মব্যস্ত সময়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুর খবরে চাঞ্চল্য ছড়াল নিউটাউন এলাকায়। বৃহস্পতিবার সকালে নিউটাউন থানা এলাকায় গাড়ির প্রাণ গেল এক প্রৌঢ়ের। জানা গিয়েছে, এ দিন সকাল দশটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে চা খাওয়ার জন্য স্থানীয় এক চায়ের দোকানে যাচ্ছিলেন ♦নিউটাউন♦ আনন্দপল্লির বাসিন্দা সন্তোষ ব্রহ্ম (৫২)। ওই সময় বেপরোয়া গতিতে চলা একটি চারচাকা গাড়ি পিছন থেকে ধাক্কা মারলে রাস্তায় ছিটকে পড়েন সন্তোষ ব্রহ্ম।
♣ভোট আবহে মহারাষ্ট্রে উদ্ধার ১০,০৮৪ কেজি রুপো♣
এরপর রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। যদিও ঘাতক গাড়িটি ওই ব্যক্তিকে ধাক্কা মেরেই পালিয়ে যায়।
উল্লেখ্য, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ♦নিউটাউন থানার পুলিশ♦। এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক গাড়ির সন্ধানের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তায় স্পিড ব্রেকার এবং স্পিড মিটার থাকা সত্বেও বেপরোয়া গতিতে যাতায়াত করছে বেশকিছু গাড়ি। এলাকার বাসিন্দাদের অভিযোগ, ট্রাফিক আইনকে বুড়ো আঙুল দেখিয়েই এলাকায় চলছে বেপরোয়া গতিতে যানবাহন। রাজ্যে একের পর এক পথ দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে সড়ক দুর্ঘটনা রুখতে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তাও দেন তিনি।