ইনামুল হক, বসিরহাট: ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবি নিয়ে এবার রাজপথে জনসমাবেশ করতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দ। রবিবার তারই প্রস্তুতি হয়ে গেল উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সোলাদানা শাখায়। রবিবার সোলাদানা বাজার জামে মসজিদ সংলগ্ন একটি ভবনে সংগঠনের কর্মী সম্মেলনে এই বিষয়ে আলোকপাত করেন জমিয়তের উত্তর ২৪ পরগনা জেলার সাধারণ সম্পাদক মাওলানা কাজী আরিফ রেজা।
তিনি জানান, আগামী ২৮ নভেম্বর কলকাতার রানী রাসমণি রোডে যে সমাবেশের ডাক দেওয়া হয়েছে তাতে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ দলে দলে যোগ দেবেন। ওই দিনের সভায় উপস্থিত থাকবেন জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরী, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম প্রমুখ। তিনি বলেন, ওয়াকফ আমেন্ডমেন্ট বিল মুসলমানদের মৌলিক অধিকারের উপর হস্তক্ষেপেরই নামান্তর।
এই বিল পাস করানোর পিছনে আসলে এই দেশ থেকে মুসলমানদের সম্পত্তি দখল করে তাদের অস্তিত্ব বিলোপ করার চেষ্টা। তিনি আরো বলেন, সংসদের আগামী শীতকালীন অধিবেশনে (২৫ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি) এই বিল উত্থাপন করার কথা। তার আগে দলমত, ধর্ম, নির্বিশেষে সকল শুভ বুদ্ধিসম্পন্ন মানুষের সমবেত চেষ্টায় এই বিল প্রত্যাহারের জোরালো দাবি তুলতে হবে। এই বিল পাস হলে সংবিধানের ১৪ তম মৌলিক অধিকারের উপর হস্তক্ষেপ হবে।
প্রস্তাবিত বিল অনুযায়ী ওয়াকফের কেন্দ্রীয় কমিটিতে যদি অমুসলিম প্রতিনিধি রাখার কথা বলা হয়, তবে তা হবে সংবিধান বিরোধী। কেননা সংবিধানের ১৪ নং ধারায় বলা হয়েছে সংখ্যালঘু বা মুসলমানদের ওয়াকফ করা সম্পত্তিতে পরিচালিত ধর্মীয় বা শিক্ষামূলক প্রতিষ্ঠানের কর্তৃত্ব সংশ্লিষ্ট সংখ্যালঘু সম্প্রদায়ের হাতে থাকবে। সেখানে অন্য সম্প্রদায়ের মানুষকে প্রতিনিধি করা যায় না। এছাড়া ওয়াকফ নথিভুক্ত সম্পত্তি বা পূর্বপুরুষদের জমিতে গড়ে ওঠা ২০০-৩০০ বছরের মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ওয়াকফ বোর্ড নিয়োজিত মাতোয়াল্লি কমিটির হাতে আছে।
কিন্তু সব মসজিদ, মাদ্রাসার দলিল দস্তাবেজ ঠিকমতো নাও মিলতে পারে। তাই এই ভয়ংকর কালা কানুনের জন্য প্রস্তাবিত ওয়াকফ সংশোধিত বিল যেকোন মূল্যে আটকাতে হবে। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সোলাদানা শাখার সভাপতি মাওলানা আব্দুল্লাহ , সম্পাদক আবু সাঈদ মোল্লা, মুফতি মোজাফফর হোসেন, মাওলানা মহিউদ্দিন মাওলানা নজরুল ইসলাম, মাওলানা শামসুদ্দোহা কাসেমী প্রমুখ। এদিন সোলাদানায় জমিয়তের কয়েকশো কর্মী এই সম্মেলনে উপস্থিত ছিলেন। আখেরি মোনাজাত করেন মাওলানা আরিফ রেজা।