পুবের কলম প্রতিবেদকঃ বহু পুরানো মামলার প্রেক্ষিতে ওবিসি বা অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের সার্টিফিকেট এবং সংরক্ষণ বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। ফলে সমস্যায় পড়েছেন আর্থ-সামাজিকভাবে পিছিয়ে পড়া সম্প্রদায়। এর বিরুদ্ধে শীর্ষ কোর্টে গিয়েছিল রাজ্য। মামলা রয়েছে প্রধান বিচারপতির বেঞ্চে। অনেকেই মনে করেছিলেন, বৃহস্পতিবার শীর্ষ কোর্টে শুনানি হতে পারে ওবিসি মামলার। কিন্তু দেখা গেল এ দিনও শুনানি হল না। বারবার সেই মামলার শুনানির দিন ঠিক হলেও পিছিয়ে যাচ্ছে। বৃহস্পতিবারও তাই হল।
জানা গিয়েছে, এ দিন আদালতের কার্যসময়ের স্বল্পতার জন্য মামলার শুনানি হয়নি। রাজ্যের তরফে সিনিয়র অ্যাডভোকেট কপিল সিবাল ওবিসি মামলাটি উল্লেখ করেন। সেই প্রেক্ষিতে প্রধান বিচারপতি মন্তব্য করেন, আমি যদি আরও কিছু সময় পেতাম। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন যে এটি আগামী সপ্তাহের শুরুতে, সম্ভবত মঙ্গলবারে শুনানি হতে পারে। কিন্তু প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় অবসর নিচ্ছেন ১০ নভেম্বর। ১১ তারিখ পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে দয়িত্ব গ্রহণ করবেন বিচারপতি সঞ্জীব খান্না। দেখা যাক, তিনি কি করেন। আপাতত সেই অপেক্ষায় পশ্চিমবঙ্গ সরকার ও ভুক্তভোগীরা। ওবিসি বাতিল হওয়ায় চাকরি ও পড়াশোনার ক্ষেত্রে অনেকেই সমস্যায় পড়েছেন।