পুবের কলম, বসিরহাটঃ কাগজে-কলমে উপস্থিতির হার বেশি দেখানো। নিম্নমানের খাবার দেওয়া ছাতু, ডিম-সহ অন্যান্য খাদ্যসামগ্রী না দেওয়া। সময়মত সেন্টারের না আসা-সহ একাধিক অভিযোগে অঙ্গনওয়াড়ি কর্মীকে আটকে রেখে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। বাদুড়িয়া ব্লকের চাতরা গ্রাম পঞ্চায়েতের পোতাপাড়া ২৩ নম্বর আইসিডিএস সেন্টারের ঘটনা। এই সেন্টারের কর্মীম অর্ণপূর্না হালদারের বিরুদ্ধে অভিযোগ বিক্ষোভকারীদের।
স্থানীয়রা জানান, অন্নপূর্ণা হালদার সেন্টারে প্রতিদিন উপস্থিতির হার বেশি দেখিয়ে টাকা আত্মসাৎ করে। ছাতু, ডিম-সহ সেন্টার থেকে যেসব খাদ্যদ্রব্য দেওয়ার নিয়ম তার কিছুই দেয় না। খিচুড়ি যা রান্না হয় তার অর্ধেক বাড়িতে নিয়ে গিয়ে নিজের বাড়ির গরু ছাগলদের খাওয়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বাদুড়িয়া থানার পুলিশ। বিক্ষুব্ধ হাতে থেকে অন্নপূর্ণাকে উদ্ধার করেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে অন্নপূর্ণা বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। মিথ্যা অভিযোগ বলে দাবি করেন তিনি।