পুবের কলম, ওয়েব ডেস্কঃ জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত দুই জঙ্গি। দক্ষিণ কাশ্মিরের শাঙ্গুস লারনু এলাকার হালকান গালির কাছে সংঘর্ষের সূচনা হয়। নিহতদের মধ্যে একজন বিদেশি, অন্যজন স্থানীয়। তবে নিহতরা কোন জঙ্গিগোষ্ঠীর অন্তর্ভুক্ত সে সম্পর্কে এখনও পর্যন্ত কোনও তথ্য জানা যায়নি। শেষ পাওয়া খবর পর্যন্ত সংবাদ সংস্থা পিটিআইকে নিরাপত্তা বাহিনীর আধিকারিক জানিয়েছে, অভিযান এখনও চলছে। বিস্তারিত তথ্য পরে জানা যাবে।
অন্যদিকে, শ্রীনগরের খানিয়ার এলাকায় অন্য একটি অভিযানে সিআরপিএফের দুই জওয়ান এবং দু’জন পুলিশ কর্মী আহত হয়েছেন। জানা গেছে, খানিয়ার এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে এলাকা ঘিরে ফেলা হয়। শুরু হয় তল্লাশি অভিযান। সেই সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে সন্ত্রাসবাদীরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তাবাহিনীও। উভয়পক্ষের গুলি বিনিময়ে আহত হন চারজন নিরাপত্তাকর্মী। আহতদের উদ্ধার করে ৯২ ঘাঁটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন আছেন। পাশাপাশি শ্রীনগরের চিনার কর্পস এলাকায় শুক্রবার সন্ধ্যার পর থেকে সন্দেহভাজনদের গতিবিধির খবর এসেছে। তাদের খোঁজে অভিযান শুরু হলে নির্বিচারে গুলি চালিয়ে তারা জঙ্গলে পালিয়ে যায় বলে খবর। সেখানেও জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি অভিযান ।