পুবের কলম,ওয়েবডেস্ক: নবাব মালিকের হয়ে প্রচার করবে না গেরুয়া শিবির। মঙ্গলবার রাতে বিবৃতি জারি করে স্পষ্ট জানালেন বিজেপির মুম্বাই ইউনিটের প্রধান আশিস শেলার। বলাবাহুল্য, বিজেপির চক্ষুশূল তিনি। বরাবরই তাঁর কণ্ঠে উঠে এসেছে গেরুয়া শিবির বিরোধী স্বর। বহুকাল যাবৎ মহারাষ্ট্রের রাজনীতিতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছেন তিনি। শুধু তাই নয়, যখন শাহরুখ পুত্র আরিয়ান খান মাদক মামলায় অভিযুক্ত হন তখন অভিনেতার পাশে দাঁড়িয়েছিলেন এই নবাব মালিকই। ফাঁস করে দিয়েছিল সমীর ওয়াংখেড়ের কারসাজি। ফলে গেরুয়া শিবিরের রোষানলে পড়েন তিনি।
শুরু হয়ে যায় নবাবের বিরুদ্ধে তদন্ত। তারপর দীর্ঘদিন বিনা বিচারে জেল খাটতে হয় তাঁকে। সেই নবাব এখন বিজেপিরই জোট সঙ্গী এনসিপির প্রার্থী। নানা অপবাদ, ‘দাউদ ঘনিষ্ঠ’ ট্যাগ লাগিয়েও রাজনৈতিকদিক থেকে কোনঠাসা করতে অসফল হয় পদ্ম শিবির। মঙ্গলবার বিস্তর জল্পনা, টানাপোড়েনের পর এনসিপি (অজিত পাওয়ার) দলের টিকিট পেয়েছেন তিনি। যাতে বেজায় চটে যায় পদ্মফুল। সরাসরি জারি করে বিবৃতি। তবে মেয়ে সানা মালিকের প্রার্থী হওয়াতে কোনও আপত্তি নেই তাঁদের।
জানা গেছে, মুম্বাইয়ের মানখুর্দ শিবাজী নগর কেন্দ্র থেকে নবাব মালিক দুটি মনোনয়ন দাখিল করেছেন। যার একটি নির্দল প্রার্থী হিসেবে এবং অন্যটি এনসিপি (অজিত পাওয়ার) দলের পক্ষে। এতদিন তিনি যে অনুশক্তিনগর কেন্দ্রের বিধায়ক ছিলেন, সেই কেন্দ্র থেকে নবাব কন্যা সানাকে টিকিট দিয়েছে অজিত গোষ্ঠী। জানা গেছে, সমাজবাদী পার্টির প্রার্থী এবং তিনবারের বিধায়ক আবু আসিম আজমির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন নবাব মালিক।
অন্যদিকে মেয়ে সানার প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াইয়ের ময়দানে আছেন এনসিপি (শারদ পাওয়ার) গোষ্ঠীর প্রার্থী ফাহাদ আহমেদ। সম্প্রতি স্বরা ভাস্করের স্বামী ফাহাদ সমাজবাদী পার্টি ছেড়ে এনসিপি (শারদ পাওয়ার) গোষ্ঠীতে যোগ দেন। এদিন মনোনয়ন জমা দেওয়ার পর নিজের সমর্থকদের নিয়ে এক বড়ো সমাবেশ করে শক্তি প্রদর্শন করেন নবাব মালিক। উল্লেখ্য, বিজেপি শুরু থেকেই নবাব মালিককে প্রার্থী করার বিরোধিতা করে আসছে। এমনকি এনসিপির অজিত গোষ্ঠীর উপর সংশ্লিষ্ট বিষয়ে চাপও সৃষ্টি করা হয়েছিল বিজেপির তরফে বলে খবর। প্রাথমিকভাবে নবাবকে টিকিট দেওয়া নিয়ে দোটানায় ছিলেন অজিত। তবে নবাব স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, দল টিকিট দিক বা না দিক, নির্বাচনে তিনি লড়বেন। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে মঙ্গলবার টিকিট পান তিনি।
1 Comment
Pingback: অত্যান্ত ‘খারাপ’ অবস্থানে নয়াদিল্লির বায়ু দূষণ – Puber Kalom – Bengali News Daily